সরকারি সব প্রতিষ্ঠানে ই-ফাইলিং বাধ্যতামূলক হচ্ছে

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৩ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪১
সোমবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: পিআইডি

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘সরকারের অনেক মন্ত্রণালয়, অধিদপ্তরে ই-ফাইলিং নেই, এতে সরকারের সিদ্ধান্তগ্রহণ ধীরগতি হয়ে যায়, এ জায়গাটায় গতি আনার জন্য ফাইল যাতে ম্যানুয়ালি মুভ না হয়ে ই-ফাইলিং হয় সেটা দ্রুত করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।’ 

সরকারের কাজের সমন্বয় সহজ ও দ্রুত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রেস সচিব।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বৈঠকে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং আগামীতে কী উদ্যোগ নিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, চাকুরির ক্ষেত্র তৈরি হবে তা নিয়ে আলোচনা হয়।

ই-ফাইলিং হলে দুর্নীতি কমে আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এস্তোনিয়ায় কীভাবে দুর্নীতি কমেছে সেটা বাংলাদেশের সঙ্গে শেয়ার করতে চেয়েছে। আমরাও বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছি।’ এর মাধ্যমে ফাইল মনিটরিং সহজ ও ট্র্যাকিং করা যাবে বলেও জানান তিনি।

তৃতীয় পক্ষ (থার্ড পার্টি) দিয়ে সরকারের বড় বড় প্রকল্পের মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে যত বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে তার প্রত্যেকটার ব্যয় গড়ে ৭০ শতাংশ বেড়েছে।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ও উপদেষ্টা পরিষদের রদবদলের বিষয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমাদের কাছে এ পর্যন্ত থাকা খবর অনুযায়ী তথ্য উপদেষ্টা পদত্যাগ করেননি।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল, শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রেস সচিব বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা খুব গুরুত্ব দিচ্ছি। ছাত্রদের মধ্যে আইন-শৃঙ্খলার অবনতির পরিস্থিতি সৃষ্টি হলে আমরা অবশ্যই দেখব। আইনের অবনতি হোক আমরা চাই না। সে বিষয়ে কাজ করছি।

জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দলটির প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কর্মসূচি দেওয়ার অধিকার সব রাজনৈতিক দলের আছে। আমরা চাই সেটা নিয়মতান্ত্রিক হোক। এর কারণে আইন-শৃঙ্খলার অবনতি না হোক। জামায়াত নেতার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০