ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করছে।
তিনি বলেন, ‘অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকার ধারাবাহিকভাবে নানা ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করছে।’
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
আলোচনায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী।
জুলাই অভ্যুত্থানকে একটি কঠিন সময় হিসেবে উল্লেখ করে সালেহউদ্দিন বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ছাত্র ও সাধারণ মানুষের ত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না।’
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, সরকার সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য মূল্যস্ফীতিকে ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা। আশা করি, এটা সম্ভব হবে। এ লক্ষ্যে আমরা নীতিগত পদক্ষেপ বাস্তবায়ন করছি।’
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন প্রসঙ্গে গভর্নর বলেন, তারা চায় কেন্দ্রীয় ব্যাংক একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরিত হোক, যাতে সরকারের হস্তক্ষেপ না থাকে।
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকে স্বায়ত্তশাসন নিশ্চিত করা গেলে দেশের আর্থিক খাতের চিত্রই পাল্টে যাবে। আমরা হয়ত থাকব না, কিন্তু কিছু পরিবর্তন রেখে যেতে চাই।’