বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে: তৌহিদ

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৯

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, দিল্লিকে সিদ্ধান্ত নিতে হবে যে, ভারত বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায়।

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

রোববার দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক সাহিত্য উৎসবে জয়শঙ্কর বলেছেন, ভারতের সাথে কেমন সম্পর্ক চায় বাংলাদেশকে সে সিদ্ধান্ত নিতে হবে।
 তৌহিদ হোসেন আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “তিনি (জয়শঙ্কর) উল্লেখ করেছেন যে, ভারতের সাথে কেমন সম্পর্ক চায় বাংলাদেশকে সে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই, বাংলাদেশ তার অবস্থান নির্ধারণ করবে। তবে একই সাথে, ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে যে, তারা বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায়। এটি একটি পারস্পরিক বিষয় এবং একথা বলায় কোনও ভুল নেই।”

পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে একটি ভাল কার্যকরী সম্পর্কের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা আরো বলেন, ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্পষ্ট অবস্থান রয়েছে।

তিনি বলেন, “আমরা পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে একটি সম্পর্ক চাই এবং আমাদের অবস্থানে কোনও অস্পষ্টতা নেই।”

তৌহিদ হোসেন ভারতে অবস্থানকালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেছেন, শেখ হাসিনার মন্তব্য ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষতি করেছে।

তিনি বলেছেন, “আমরা সম্পর্ক উন্নত করতে চাইলেও ভারতীয় আতিথেয়তা উপভোগ করে একজন সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্য দেওয়া কেবল উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। এটি সর্বজনস্বীকৃত যে, তার মন্তব্য আগুনে ঘি ঢালছে।”

ভারতীয় ভিসা ইস্যুতে হোসেন বলেন, ভিসা দেওয়া বা না দেওয়া ভারতের এখতিয়ার।

তবে, তিনি জোর দিয়ে বলেছেন, যদি বাংলাদেশিরা ভিসা পেতে অসুবিধার সম্মুখীন হয়, তাহলে বিকল্প সমাধান অনুসন্ধান করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
বাকৃবিতে বিএফআরআই-এর গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য সচিবের
পঞ্চগড়ে মাঝে মধ্যে উঁকি দিচ্ছে অপরূপ কাঞ্চনজঙ্ঘা
মহাষষ্ঠীর মধ্যদিয়ে ঝিনাইদহে দুর্গোৎসব শুরু
দোহা কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
দৌলতপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি
ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বিশ্ব জলাতঙ্ক দিবসে হবিগঞ্জে আলোচনা সভা 
বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের মতবিনিময়
১০