আওয়ামী লীগ পুনর্বাসনের দিবাস্বপ্ন বাস্তবায়ন হবে না : হাসনাত আবদুল্লাহ

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০০
সোমবার নিজ জেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আলোচিত বক্তা ও পীর মোস্তাক ফয়েজীর নাগাইশ দরবার শরীফ দেখতে যান হাসনাত আব্দুল্লাহ। ছবি: বাসস

কুমিল্লা, (দক্ষিণ), ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ পুনর্বাসনের দিবাস্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়ন হবে না।

তিনি বলেন, 'প্রোপাগান্ডা ও অনৈক্য সৃষ্টি করে পলাতক শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গ আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনের দিবাস্বপ্ন আর বাস্তবায়ন হবে না।'
কুমিল্লার ব্রাহ্মণপাড়া নাগাইশ দরবার শরীফ পরিদর্শন শেষে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন।

আজ সোমবার নিজ জেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আলোচিত বক্তা ও পীর মোস্তাক ফয়েজীর নাগাইশ দরবার শরীফ দেখতে যান হাসনাত আব্দুল্লাহ।

এসময় তিনি দরবার শরীফ সংলগ্ন ফয়েজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তাক ফয়েজী, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ আবুল হোসেন স্মরণ, অনলাইন লেকচারার শাকিল প্রমুখ।

হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, আওয়ামী প্রোপাগান্ডা রুখতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
তিনি বলেন, দেশের সার্বিক পট পরিবর্তনের ফলে সমাজ ব্যবস্থায় একটি নেতিবাচক প্রভাব পড়েছে। একই সাথে দেশে আইনশৃঙ্খলার অবনতিও ঘটেছে। বিষয়টি নিয়ে দোষারোপের সংস্কৃতি বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত কাজ করতে হবে। এসময় ছিনতাইকারী চাঁদাবাজকে আলাদা কোনো পরিচয়ে পরিচিত না করে অপরাধী হিসেবে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন আগে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, অবাধ সুষ্ঠু স্থানীয় নির্বাচনের প্রধান বাধা স্থানীয় সংসদ সদস্যদের অপ্রত্যাশিত প্রভাব বলয়। এ থেকে পরিত্রাণ পেতে স্থানীয় সরকার নির্বাচন আগে করা জরুরি। এ ছাড়া জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সরকারের সক্ষমতার পরীক্ষার জন্যও স্থানীয় নির্বাচন আগে হওয়া দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০