আওয়ামী লীগ পুনর্বাসনের দিবাস্বপ্ন বাস্তবায়ন হবে না : হাসনাত আবদুল্লাহ

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০০
সোমবার নিজ জেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আলোচিত বক্তা ও পীর মোস্তাক ফয়েজীর নাগাইশ দরবার শরীফ দেখতে যান হাসনাত আব্দুল্লাহ। ছবি: বাসস

কুমিল্লা, (দক্ষিণ), ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ পুনর্বাসনের দিবাস্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়ন হবে না।

তিনি বলেন, 'প্রোপাগান্ডা ও অনৈক্য সৃষ্টি করে পলাতক শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গ আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনের দিবাস্বপ্ন আর বাস্তবায়ন হবে না।'
কুমিল্লার ব্রাহ্মণপাড়া নাগাইশ দরবার শরীফ পরিদর্শন শেষে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন।

আজ সোমবার নিজ জেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আলোচিত বক্তা ও পীর মোস্তাক ফয়েজীর নাগাইশ দরবার শরীফ দেখতে যান হাসনাত আব্দুল্লাহ।

এসময় তিনি দরবার শরীফ সংলগ্ন ফয়েজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তাক ফয়েজী, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ আবুল হোসেন স্মরণ, অনলাইন লেকচারার শাকিল প্রমুখ।

হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, আওয়ামী প্রোপাগান্ডা রুখতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
তিনি বলেন, দেশের সার্বিক পট পরিবর্তনের ফলে সমাজ ব্যবস্থায় একটি নেতিবাচক প্রভাব পড়েছে। একই সাথে দেশে আইনশৃঙ্খলার অবনতিও ঘটেছে। বিষয়টি নিয়ে দোষারোপের সংস্কৃতি বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত কাজ করতে হবে। এসময় ছিনতাইকারী চাঁদাবাজকে আলাদা কোনো পরিচয়ে পরিচিত না করে অপরাধী হিসেবে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন আগে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, অবাধ সুষ্ঠু স্থানীয় নির্বাচনের প্রধান বাধা স্থানীয় সংসদ সদস্যদের অপ্রত্যাশিত প্রভাব বলয়। এ থেকে পরিত্রাণ পেতে স্থানীয় সরকার নির্বাচন আগে করা জরুরি। এ ছাড়া জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সরকারের সক্ষমতার পরীক্ষার জন্যও স্থানীয় নির্বাচন আগে হওয়া দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় মাদকসহ কারবারি আটক
যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক কমিয়ে ১৫ শতাংশে আনলেন ট্রাম্প
জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে সেনাবাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করবে লেবানন
ফেনীতে তথ্য কর্মকর্তাদের উঠান বৈঠক অনুষ্ঠিত
আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ সরকার
সুন্দরবনে কুমির নিয়ে গবেষণা 
ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদযাপনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ সমাপ্ত
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা 
১০