বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনে ইউজিসি

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৭:৪৮
ছবি: বাসস

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস): বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল খুলনায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শন করেছে।

ইউজিসি অনুমোদিত প্রোগ্রামসমূহে আসন সংখ্যা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে এ পরিদর্শন করা হয়।

এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো: সুলতান মাহমুদ ভূইয়া এবং সিনিয়র সহকারী পরিচালক নূরী শাহরীন ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জমি, অস্থায়ী ক্যাম্পাসের ক্লাসরুম, লাইব্রেরি, ল্যাবরেটরিসহ অন্যান্য ভৌত অবকাঠামো পরিদর্শন করে। নব প্রতিষ্ঠিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউজিসি অনুমোদিত প্রোগ্রামসমূহে আসন সংখ্যা বৃদ্ধির নির্ধারিত শর্তসমূহ পূরণ করেছে বলে মনে করে প্রতিনিধি দল।

বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষার প্রসারের পাশাপাশি শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন বিষয়ে প্রয়োজনীয় করণীয় বিষয়ে কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করে।

মতবিনিময় সভায় প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক জ্ঞান, জীবন দক্ষতার উন্নয়ন, দৃষ্টিভঙ্গির গুণগত পরিবর্তন এবং সামাজিকভাবে সচেতন করে তোলার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে
জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
১০