বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনে ইউজিসি

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৭:৪৮
ছবি: বাসস

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস): বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল খুলনায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শন করেছে।

ইউজিসি অনুমোদিত প্রোগ্রামসমূহে আসন সংখ্যা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে এ পরিদর্শন করা হয়।

এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো: সুলতান মাহমুদ ভূইয়া এবং সিনিয়র সহকারী পরিচালক নূরী শাহরীন ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জমি, অস্থায়ী ক্যাম্পাসের ক্লাসরুম, লাইব্রেরি, ল্যাবরেটরিসহ অন্যান্য ভৌত অবকাঠামো পরিদর্শন করে। নব প্রতিষ্ঠিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউজিসি অনুমোদিত প্রোগ্রামসমূহে আসন সংখ্যা বৃদ্ধির নির্ধারিত শর্তসমূহ পূরণ করেছে বলে মনে করে প্রতিনিধি দল।

বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষার প্রসারের পাশাপাশি শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন বিষয়ে প্রয়োজনীয় করণীয় বিষয়ে কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করে।

মতবিনিময় সভায় প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক জ্ঞান, জীবন দক্ষতার উন্নয়ন, দৃষ্টিভঙ্গির গুণগত পরিবর্তন এবং সামাজিকভাবে সচেতন করে তোলার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা : দুই আসামির রিমান্ড
টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর
সিলেটে লুট করা আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ভেলোসিটি ১৫কে রান এডিশন ১'
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু
উৎসবমুখর পরিবেশে সিলেটে জন্মাষ্টমী উৎসব পালিত
রাঙ্গামাটিতে জেএফএ অনূর্ধ্ব-১৪ উইমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
১০