পানি দূষণমুক্ত ও প্রবাহ স্বাভাবিক রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি : পরিবেশ উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৯:২৭
জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

রংপুর, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদীর পানি দূষণমুক্ত ও প্রবাহ স্বাভাবিক রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। কৃষি নির্ভর বাংলাদেশে নদীর গুরুত্ব অপরিসীম। কারখানা থেকে নির্গত দূষিত বর্জ্য ও কীটনাশক ব্যবহারের কারণে নদী যেমন দূষিত হচ্ছে, তেমনি অবৈধ বালু উত্তোলন ও নদী শাসনের কারণে স্বাভাবিক প্রবাহ হারাচ্ছে।

তিনি বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এ কথা বলেন। 

স্বরাষ্ট মন্ত্রণালয় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।  

প্রধান অতিথি বলেন, পরিবেশ আমাদের মূল্যবান সম্পদ। অপরিকল্পিত ইটভাটা ও শিল্পকারখানা মাটি, পানি ও বাতাসকে দূষিত করছে যা পরিবেশের ওপর বিরুপ প্রভাব ফেলছে। পরিবেশ দূষণের ফলে মানুষের গড় আয়ু কমে যাচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক। 

নিরাপদ খাদ্য প্রসঙ্গে তিনি বলেন, কৃষি জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার নিরাপদ খাদ্যের জন্য হুমকিস্বরূপ। এ জন্য খাদ্য উৎপাদনে কৃষি জমিতে জৈব সার ও পরিমিত কীটনাশক ব্যবহারে কৃষকদের সচেতন করতে হবে।   

ইকো ট্যুরিজম প্রসঙ্গে উপদেষ্টা রিজওয়ানা বলেন, উত্তরাঞ্চলে ইকো ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পলিথিন মাটির উর্বরতা নষ্ট করে ও পরিবেশে উপর বিরূপ প্রভাব ফেলে। পলিথিন ব্যবহার নিষিদ্ধ ও কারখানা বন্ধে জোরালো অভিযান চালানো জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজার এ্যাডভোকেট এহসানুল হক সমাজী প্রমুখ। 

বিশেষ অতিথির বক্তব্যে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে মতামত ব্যক্ত করা হয়।

কর্মশালায় রংপুর বিভাগের ৮ জেলার বিচারকগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা
ফার্নিচার কর্মচারী হত্যা : অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ আজ
যশোরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতে নির্বাচন চায় : রুহুল কবির রিজভী
পিএসসি’র নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন বিক্রির মূল হোতা গ্রেফতার
ভোলা উপকূলের নদী উত্তাল, অভ্যন্তরীণ ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ 
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন
বাণিজ্য অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ায় ওয়াল স্ট্রিটের শেয়ারে পতন 
গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাছুর ও ওষুধ বিতরণ
১০