বাসার খাবার খান ‘সালমান-আনিসুল-শাজাহান’ সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন ও অসত্য

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২১:৪৫ আপডেট: : ০৬ মার্চ ২০২৫, ২২:২৩
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি: কারা অধিদপ্তরের সৌজন্যে

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : গত ৪ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘বাসার খাবার খান সালমান-আনিসুল-শাজাহান’ সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন ও অসত্য বলে প্রতিবাদ জানিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ মার্চ একটি দৈনিক পত্রিকায় ‘বাসার খাবার খান সালমান-আনিসুল-শাজাহান’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। কোন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের সংবাদ প্রচার কারাগারের ইতিবাচক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করাসহ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সংবাদ কারাগারের অগ্রযাত্রাকে ব্যাহত করে এবং কারা কর্মকর্তা-কর্মচারীদের মনোবল ও কর্মস্পৃহা হ্রাস করে। অধিকন্তু এর ফলে কারাবন্দিদের আত্মীয়-স্বজনদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় এবং আস্থাহীনতার জায়গা তৈরি হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার বর্তমান পরিবর্তিত অবস্থায় পূর্বের যেকোনো সময়ের চেয়ে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিচালিত হচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সুনির্দিষ্ট তথ্য উপাত্তসহ গঠনমূলক সংবাদ প্রচার কারাগারের কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক হতে পারে। এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার বাংলাদেশ জেল তথা কারা বিভাগের একটি প্রাচীন ও সর্ববৃহৎ কারাগার। জুলাই/২০২৪ পরবর্তী পরিস্থিতির পর হতে অত্র কেন্দ্রীয় কারাগারে চলমান দৈনন্দিন কার্যক্রম ও সেবাসমূহ আরো অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কারা আইন, কারা বিধি এবং কারা অধিদপ্তরের বিভিন্ন সময়ে জারীকৃত সার্কুলারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বন্দিদের দেখা সাক্ষাৎ, মোবাইল ফোন বুথে কথা বলা, চিকিৎসা প্রদান, জামিন/খালাস, কারা ক্যান্টিনে পণ্য বিক্রয়, বন্দিদের পিসিতে জমাকৃত অর্থ, খাবারের মান, কারাভ্যন্তরে অবৈধ দ্রব্যের অনুপ্রবেশ রোধে তল্লাশি ইত্যাদি কার্যক্রমসমূহ বিধিমোতাবেক অধিক স্বচ্ছতার সাথে পরিচালিত হচ্ছে। 

এতে কারাগারে আটক কারাবন্দি এবং তাদের আত্মীয়-স্বজনের সাথে অত্র কারাগারের একটি আস্থার সম্পর্ক তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০