রাষ্ট্রে সকল বৈষম্য দূর করে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২২:৫৪
বৃহস্পতিবার সন্ধ্যায় ‘শ্রীমা সারদাদেবী ও বিশ্বজনীন ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রে সকল প্রকার বৈষম্য দূর করে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

তিনি বলেন, ‘দেশ গড়তে সবাইকে সংযমী হতে হবে। ভোগবাদী জীবন ত্যাগ করতে হবে। সংকীর্ণতা দূর করে ভালো কাজ করতে হবে। অন্যের দোষ না খুঁজে নিজের ভুল খোঁজার অভ্যাস গড়তে হবে। ঐক্যের প্রশ্নে আপোষের সুযোগ নেই।’

উপদেষ্টা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘শ্রীমা সারদাদেবী ও বিশ্বজনীন ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শ্রী রামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি ও স্বামী বিবেকানন্দের বাংলাদেশে আগমনের ১২৫তম বার্ষিকী উপলক্ষ্যে রামকৃষ্ণ মঠ ও মিশন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।  

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সংকট মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা বাড়ানো জরুরি। 

তিনি বলেন, সকল ধর্ম ও মতের মূল শিক্ষা মানবকল্যাণ, এই চেতনায় আমাদের এগিয়ে যেতে হবে। 

সারদাদেবীর আদর্শের কথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, তিনি ছিলেন মানবতার প্রতীক। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন, যা আজকের বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ।

রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জমিলা এ চৌধুরী এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সোনম সাহা, রামকৃষ্ণ মিশনের স্বামী ধ্যানানন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা সারদাদেবীর শিক্ষা ও দর্শনের আলোকে বিশ্বজনীন ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তারা পরিবেশ ও মানবতার কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরে পরিবেশ উপদেষ্টা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা
ফার্নিচার কর্মচারী হত্যা : অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ আজ
যশোরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতে নির্বাচন চায় : রুহুল কবির রিজভী
পিএসসি’র নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন বিক্রির মূল হোতা গ্রেফতার
ভোলা উপকূলের নদী উত্তাল, অভ্যন্তরীণ ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ 
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন
বাণিজ্য অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ায় ওয়াল স্ট্রিটের শেয়ারে পতন 
গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাছুর ও ওষুধ বিতরণ
১০