সশস্ত্র বাহিনী বিভাগের আওতাধীন বিএনএসিডব্লিউসি’র তত্ত্বাবধানে ইন্ডাস্ট্রি সেফটি ট্রেনিং প্রোগ্রাম ইন বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২৩:৫২
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে ‘ইন্ডাস্ট্রি সেফটি ট্রেনিং প্রোগ্রাম ইন বাংলাদেশ-২০২৫’ শীর্ষক শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি: আইএসপিআর

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : ঢাকা সেনানিবাসে ‘ইন্ডাস্ট্রি সেফটি ট্রেনিং প্রোগ্রাম ইন বাংলাদেশ-২০২৫’ শীর্ষক শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন ও আন্তর্জাতিক ইউনিয়ন ফর পিউর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি (আইইউপিএসি) যৌথভাবে আজ বৃহস্পতিবার এই প্রশিক্ষণের আয়োজন করে। 

আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, প্রশিক্ষণে বাংলাদেশের স্বনামধন্য রাসায়নিক শিল্প কারখানা ও রাসায়নিক দ্রব্য আমদানিকারকসহ সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন। 

দিনব্যাপী প্রশিক্ষণে হন্ডুরাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গ্রেসিয়া রোমিরো এবং যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হেমদা গ্যারলিক অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. ইকবাল রউফ মামুন ও বিএনএসিডব্লিউসি এর স্টাফ অফিসাররা গুরুত্বপূর্ণ বিষয়ে লেকচার প্রদান করেন।  

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। 

তিনি রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবহার এবং এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন এবং প্রশিক্ষণে লেকচার প্রদানকারী দেশি-বিদেশি প্রশিক্ষকগণ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানান।

চেয়ারম্যান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাংলাদেশে রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজে লাগানোর পাশাপাশি সহকর্মীদের মধ্যে এ জ্ঞান বিতরণ করে বাংলাদেশে রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং রসায়নকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে হবে। 

প্রশিক্ষণ সমাপনান্তে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০