অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশদাতা গণহত্যার জন্য দায়ী হবেন : আইজিপি

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০০:১২

রংপুর, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অতিরিক্ত বল প্রয়োগের জন্য কমান্ড যিনি দিয়েছেন তিনি গণহত্যার জন্য দায়ী হবেন। কোন কনস্টেবলকে অভিযুক্ত করা হবে না, যদি সে নিঃগৃহীত কাজ না করে।  সকলকে ধৈর্য্যধারণ করে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটান পুলিশ (আরএমপি) এবং বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ কর্তৃক রংপুর জেলা পুলিশ লাইন ড্রিল শেডে আয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সদের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) মো. আমিনুল ইসলাম কল্যাণ সভায় সভাপতিত্ব করেন। 

কল্যাণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী। 

এছাড়াও রংপুর পুলিশের সিআইডি, পিবিআই, এটিইউ, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এন্টিটেররিজম, পুলিশ ট্রেনিং সেন্টার রংপুর, র‌্যাব-১৩ অধিনায়কসহ উর্ধ্বতন অফিসার এবং রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার, রেঞ্জ ও আরএমপির অফিসার ইনচার্জসহ সকল পদবির কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় পুলিশের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী তাদের বিভিন্ন সমস্যা উত্থাপন করেন। এসময় আইজিপি ফোর্সের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। 

সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইফতার মাহফিলে মোনাজাতের  মাধ্যমে কল্যাণ সভা শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা
ফার্নিচার কর্মচারী হত্যা : অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ আজ
যশোরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতে নির্বাচন চায় : রুহুল কবির রিজভী
পিএসসি’র নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন বিক্রির মূল হোতা গ্রেফতার
ভোলা উপকূলের নদী উত্তাল, অভ্যন্তরীণ ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ 
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন
বাণিজ্য অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ায় ওয়াল স্ট্রিটের শেয়ারে পতন 
গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাছুর ও ওষুধ বিতরণ
১০