অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশদাতা গণহত্যার জন্য দায়ী হবেন : আইজিপি

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০০:১২

রংপুর, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অতিরিক্ত বল প্রয়োগের জন্য কমান্ড যিনি দিয়েছেন তিনি গণহত্যার জন্য দায়ী হবেন। কোন কনস্টেবলকে অভিযুক্ত করা হবে না, যদি সে নিঃগৃহীত কাজ না করে।  সকলকে ধৈর্য্যধারণ করে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটান পুলিশ (আরএমপি) এবং বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ কর্তৃক রংপুর জেলা পুলিশ লাইন ড্রিল শেডে আয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সদের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) মো. আমিনুল ইসলাম কল্যাণ সভায় সভাপতিত্ব করেন। 

কল্যাণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী। 

এছাড়াও রংপুর পুলিশের সিআইডি, পিবিআই, এটিইউ, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এন্টিটেররিজম, পুলিশ ট্রেনিং সেন্টার রংপুর, র‌্যাব-১৩ অধিনায়কসহ উর্ধ্বতন অফিসার এবং রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার, রেঞ্জ ও আরএমপির অফিসার ইনচার্জসহ সকল পদবির কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় পুলিশের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী তাদের বিভিন্ন সমস্যা উত্থাপন করেন। এসময় আইজিপি ফোর্সের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। 

সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইফতার মাহফিলে মোনাজাতের  মাধ্যমে কল্যাণ সভা শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০