মানুষের মুক্তির জন্য আলেম সমাজ সব সময় ভূমিকা রেখেছেন: সাইফুল আলম মিলন

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ২২:০৯

ঢাকা, ৭ মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, এদেশের মানুষের অধিকার আদায়ে আলেম সমাজ সব সময় সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছে। আলেম সমাজ আগামী দিনে কুরআনের শাসন কায়েম আন্দোলনে নেতৃত্বের আসন থেকে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল অঞ্চলের উলামা বিভাগের উদ্যোগে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অঞ্চল উলামা বিভাগের পরিচালক ড. মাওলানা আ. কাদেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আ ন ম মাঈনুদ্দীন সিরাজী, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা আ ন ম রশিদ আহমেদ মাদানি। উপস্থিত ছিলেন মহানগরী উলামা বিভাগের সহ-সভাপতি আতিকুর রহমান নোমানী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ ও হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন।

সাইফুল আলম খান মিলন বলেন, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা বড়ই নির্যাতিত। বিশ্বের মুসলিম শাসকদেরকে নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, কুরআন নাজিলের মাস রমজানে ঘরে ঘরে আল্লাহর দাসত্ব, রাসূলের (সা.) আনুগত্যের দাওয়াত পৌঁছে দিতে আলেম সমাজের ভূমিকা অনস্বীকার্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ
রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 
নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান আখতার হোসেনের
ঢাকায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে সরকারি গ্রিন বিল্ডিং : পরিবেশ উপদেষ্টা
দুর্গাপূজা পূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী দিয়েছে মারিশ্যা ব্যাটালিয়ন
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় ১ জন নিহত
ভারতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান
রংপুর বিভাগে দুর্গাপূজা উপলক্ষে ৪৬,৬৯৮ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
সাতকানিয়া থেকে ৩ মাদক কারবারি গ্রেফতার
১০