বিএসএমএমইউ’র সাবেক ডিন সৈয়দ শরিফুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৯:১৭
আজ রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত। ছবি : বাসস

ঢাকা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : বিএসএমএমইউ’র প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের সাবেক ডিন, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, বিরল মানবিক গুণের অধিকারী অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলামের চিকিৎসাবিজ্ঞান, বিশেষ করে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও জনকল্যাণে বিশেষ করে, জনস্বাস্থ্যের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলামের চিন্তা, জানা ও বুঝার ক্ষেত্রে ছিলেন সাধারণের থেকে সম্পূর্ণ আলাদা। সবার জন্য তার দুয়ার খোলা ছিল। শিক্ষক হিসেবে তিনি বায়োস্ট্যাটিসটিক্স-এর অনেক জটিল বিষয়ে অসামান্য দক্ষতার সঙ্গে অত্যন্ত সহজ করে উপস্থাপন করতে পারতেন। দেশের চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে তিনি যে অবদান রেখে গেছেন, তার ধারাবাহিকতা রক্ষা করা গেলে- সেটাই হবে অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলামের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো।

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম যা বিশ্বাস করতেন, কর্মেও তার প্রতিফলন করে গেছেন। আমি নিজেও তার কাছ থেকে শিখেছি। বিএসএমএমইউ’র প্রতিটি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তার মাধ্যমে উপকৃত হয়েছেন। তার সহযোগিতায় আমি দুইটি গুরুত্বপূর্ণ প্রকাশনা সম্পন্ন করতে পেরেছি। চিকিৎসা বিজ্ঞান ও জনকল্যাণে তিনি যে অবদান রেখে গেছেন, এর পুণ্য হিসেবে মহান আল্লাহ তায়ালা তাকে নিশ্চয়ই জান্নাতবাসী করবেন বলে আমাদের বিশ্বাস।

উল্লেখ্য, বিএসএমএমইউ’র প্রিভেনটিভ এন্ড স্যোশাল মেডিসিন অনুষদের সাবেক ডিন, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১টায় ইন্তেকাল করেছেন। 

অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র। তিনি বিএসএমএমইউ ছাড়াও ইংল্যান্ডের একটি ইউনিভাসির্টিতে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ
রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 
নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান আখতার হোসেনের
ঢাকায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে সরকারি গ্রিন বিল্ডিং : পরিবেশ উপদেষ্টা
দুর্গাপূজা পূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী দিয়েছে মারিশ্যা ব্যাটালিয়ন
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় ১ জন নিহত
ভারতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান
রংপুর বিভাগে দুর্গাপূজা উপলক্ষে ৪৬,৬৯৮ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
সাতকানিয়া থেকে ৩ মাদক কারবারি গ্রেফতার
১০