আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি মা, স্ত্রী ও কন্যা : তারেক রহমান

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:২২
ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি হলেন আমার মা, স্ত্রী এবং মেয়ে-তিনজন অসাধারণ নারী।'

আন্তর্জাতিক নারী দিবসে তার ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান লিখেন, 'আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ চেয়েছি। আমি নিশ্চিত যে আপনারা অনেকেই এটা পড়ছেন এবং তা একই অনুভূতির সাথে সম্পর্কিত হতে পারে।' 

তিনি লিখেছেন, 'সারা বাংলাদেশের তরুণ-তরুণীরা তাদের চারপাশের লোকেদের দ্বারা ক্ষমতায়ন এবং সমর্থন পাওয়ার যোগ্য। প্রত্যেক মহিলার উচিত একই মর্যাদা, নিরাপত্তা এবং সুযোগ যেকোনো পুরুষের মতই ভোগ করা। এই আন্তর্জাতিক নারী দিবসে, আমি পুনরায় বলছি যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিগত বিএনপি সরকারের মত, আমাদের উচিত একটি ন্যায়নিষ্ঠ, সহনশীল এবং সম্মানজনক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করা, যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্যমূলক নয়।'

তারেক রহমান বলেন, 'আমাদের মেয়েদের উচিত আমাদের ছেলের মতো সমান সুযোগ্য হওয়া এবং তাদের উচিত তাদের ঘরের বাইরে যাওয়া বা কোন হয়রানি ছাড়া ইন্টারনেট ব্যবহার করা এবং ভয় ছাড়া তাদের কণ্ঠস্বর ব্যবহার করার জায়গা নেওয়া।'

পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরো লিখেছেন, নিরাপদ ও সুরক্ষিত সমাজে নারীদের অব্যবহৃত সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিএনপির নীতি গঠন, 'পারিবারিক কার্ড' কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, তরুণ মেয়েদের শিক্ষিত করার জন্য একাডেমিক ও বৃত্তিমূলক পরিকল্পনা রয়েছে। 

তিনি আহ্বান জানিয়ে লিখেছেন, 'একসাথে, আসুন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে চ্যাম্পিয়ন করা অব্যাহত রাখি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত : বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান
বাংলাদেশ ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত
২০২৬ সালে বাংলাদেশে ২.৫ বিলিয়ন ডলারের প্রকল্প অর্থায়ন করতে পারে এডিবি
সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে নারী নেত্রী ও বিশেষজ্ঞদের সহযোগিতা চাইলেন সিইসি
রফতানিতে দেশীয় বীমা কোম্পানি ব্যবহারের অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানের বড় প্রেরণা : তথ্য উপদেষ্টা
১০