আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি মা, স্ত্রী ও কন্যা : তারেক রহমান

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:২২
ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি হলেন আমার মা, স্ত্রী এবং মেয়ে-তিনজন অসাধারণ নারী।'

আন্তর্জাতিক নারী দিবসে তার ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান লিখেন, 'আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ চেয়েছি। আমি নিশ্চিত যে আপনারা অনেকেই এটা পড়ছেন এবং তা একই অনুভূতির সাথে সম্পর্কিত হতে পারে।' 

তিনি লিখেছেন, 'সারা বাংলাদেশের তরুণ-তরুণীরা তাদের চারপাশের লোকেদের দ্বারা ক্ষমতায়ন এবং সমর্থন পাওয়ার যোগ্য। প্রত্যেক মহিলার উচিত একই মর্যাদা, নিরাপত্তা এবং সুযোগ যেকোনো পুরুষের মতই ভোগ করা। এই আন্তর্জাতিক নারী দিবসে, আমি পুনরায় বলছি যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিগত বিএনপি সরকারের মত, আমাদের উচিত একটি ন্যায়নিষ্ঠ, সহনশীল এবং সম্মানজনক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করা, যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্যমূলক নয়।'

তারেক রহমান বলেন, 'আমাদের মেয়েদের উচিত আমাদের ছেলের মতো সমান সুযোগ্য হওয়া এবং তাদের উচিত তাদের ঘরের বাইরে যাওয়া বা কোন হয়রানি ছাড়া ইন্টারনেট ব্যবহার করা এবং ভয় ছাড়া তাদের কণ্ঠস্বর ব্যবহার করার জায়গা নেওয়া।'

পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরো লিখেছেন, নিরাপদ ও সুরক্ষিত সমাজে নারীদের অব্যবহৃত সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিএনপির নীতি গঠন, 'পারিবারিক কার্ড' কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, তরুণ মেয়েদের শিক্ষিত করার জন্য একাডেমিক ও বৃত্তিমূলক পরিকল্পনা রয়েছে। 

তিনি আহ্বান জানিয়ে লিখেছেন, 'একসাথে, আসুন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে চ্যাম্পিয়ন করা অব্যাহত রাখি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০