বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতারণার শিকার না হতে সতর্ক থাকার আহ্বান ফ্রান্স রাষ্ট্রদূতের

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৭:৪৭
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা দেন ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। ছবি: ঢাবির সৌজন্যে

ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (বাসস) : ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ফ্রান্সে যেতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইন্টারনেট ও অনলাইনে প্রতারক চক্রের মাধ্যমে প্রতারণার শিকার না হতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘হায়ার স্টাডিজ ইন ফ্রান্স বাই ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের সবাইকে ফ্রান্স সার্বিক সহযোগিতা করবে। শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য ও সহায়তা পেতে ফ্রান্স দূতাবাস এবং স্বীকৃত প্রতিষ্ঠানের পরামর্শ ও সহযোগিতা গ্রহণের কথা উল্লেখ করেন।

ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বাংলাদেশের নারী শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে তিনি বলেন, নারীদের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় ফ্রান্সের সুনাম রয়েছে। প্রতিবছর শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যান। 

সেমিনারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ইন্টারন্যাশনাল  সেন্টার ফর ওশেন গভর্নেন্স, এক্সপারটিজ ফ্রান্স গ্রুপ এএফডি এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর যৌথ সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু, উভয় দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও নেটওয়ার্ক বৃদ্ধির উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাচি মি. ব্যাপটিস্ট লিবার্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর কান্ট্রি হেড নাছিবা হোসেন ফ্রান্সে উচ্চশিক্ষা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশেন গভর্নেন্স-এর পরিচালক ড. কে এম আজম চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ
আসাদ-পরিবারের ছায়া কাটিয়ে সিরিয়ার ঘোড়দৌড়ে ফিরেছে প্রতিভার মর্যাদা
জুলাই আন্দোলনে টাঙ্গাইলে আমিনুরের মুখে বিদ্ধ গুলি সফলভাবে অপসারণ
মেক্সিকোতে সশস্ত্র সংঘর্ষে নিহত ৬ 
যুক্তরাষ্ট্রে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে ইনজেকশন দিয়ে খুনির মৃত্যুদণ্ড কার্যকর
ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া ফটোকার্ড তৈরি করে ছড়ানো গুজব শনাক্ত : বাংলাফ্যাক্ট
ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার সুযোগ : উপদেষ্টা আসিফ মাহমুদ
ট্রাম্প পুতিনকে কোনো 'ছাড়' দেননি: রুবিও
গাজা দখলে নেয়ার চেষ্টায় ইসরাইলের ওপর চাপ বৃদ্ধি ইউরোপের 
ইসরাইলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের
১০