বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতারণার শিকার না হতে সতর্ক থাকার আহ্বান ফ্রান্স রাষ্ট্রদূতের

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৭:৪৭
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা দেন ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। ছবি: ঢাবির সৌজন্যে

ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (বাসস) : ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ফ্রান্সে যেতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইন্টারনেট ও অনলাইনে প্রতারক চক্রের মাধ্যমে প্রতারণার শিকার না হতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘হায়ার স্টাডিজ ইন ফ্রান্স বাই ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের সবাইকে ফ্রান্স সার্বিক সহযোগিতা করবে। শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য ও সহায়তা পেতে ফ্রান্স দূতাবাস এবং স্বীকৃত প্রতিষ্ঠানের পরামর্শ ও সহযোগিতা গ্রহণের কথা উল্লেখ করেন।

ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বাংলাদেশের নারী শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে তিনি বলেন, নারীদের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় ফ্রান্সের সুনাম রয়েছে। প্রতিবছর শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যান। 

সেমিনারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ইন্টারন্যাশনাল  সেন্টার ফর ওশেন গভর্নেন্স, এক্সপারটিজ ফ্রান্স গ্রুপ এএফডি এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর যৌথ সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু, উভয় দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও নেটওয়ার্ক বৃদ্ধির উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাচি মি. ব্যাপটিস্ট লিবার্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর কান্ট্রি হেড নাছিবা হোসেন ফ্রান্সে উচ্চশিক্ষা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশেন গভর্নেন্স-এর পরিচালক ড. কে এম আজম চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত : বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান
বাংলাদেশ ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত
২০২৬ সালে বাংলাদেশে ২.৫ বিলিয়ন ডলারের প্রকল্প অর্থায়ন করতে পারে এডিবি
সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে নারী নেত্রী ও বিশেষজ্ঞদের সহযোগিতা চাইলেন সিইসি
রফতানিতে দেশীয় বীমা কোম্পানি ব্যবহারের অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানের বড় প্রেরণা : তথ্য উপদেষ্টা
১০