দাউদকান্দি ব্রিজ পারাপারে ওভার লোডিং প্রশ্নে হাইকোর্টের রুল

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৭:৫২
হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (বাসস): দাউদকান্দি ব্রিজ পারাপারের ক্ষেত্রে ওয়েট স্কেল না মেনে ওভার লোডিং যানবাহন পারাপার কেন বন্ধ করা হবে না তার কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে উচ্চ আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ এর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোঃ মোসাদ্দেক বিল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

অ্যাডভোকেট মোঃ মোসাদ্দেক বিল্লাহ বলেন, ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ সেতু দাউদকান্দি ব্রিজ পারাপারে পরিমাপক স্কেল না মেনে ওভার লোডিং করে ট্রাক ও ট্যাঙ্ক লোরি পারাপার করা হচ্ছে, যা সেতু ও মহাসড়কের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। এ বিষয়ে পত্রিকায় রিপোর্ট হওয়ার পরেও কর্তৃপক্ষ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় রিট পিটিশন দায়ের করা হয়েছে।

তিনি বলেন, কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় কুমিল্লা জেলা কাভার্ড ভ্যান, ট্যাঙ্ক লরি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ রিটটি দায়ের করেন। সড়ক পরিবহণ ও মহাসড়ক, সেতু মন্ত্রণালয়ের সচিবসহ ১৮ জনকে রিটে বিবাদি (রেসপনডেন্ট) করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০