ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’ শীর্ষক গ্রন্থ উপহার

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৯:১৩
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে জুলাই অভ্যুত্থান বিষয়ক বই উপহার দেন ঢাবির সাবেক উপাচার্য ও গ্রন্থের মুখবন্ধ রচয়িতা অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : ‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’ শীর্ষক গ্রন্থটি আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপহার দেওয়া হয়েছে। 

উপাচার্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে ৫ খণ্ডের এই গ্রন্থ হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গ্রন্থের মুখবন্ধ রচয়িতা অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, ছবি, বিশ্লেষণ, মন্তব্য, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় ও বিভিন্ন সংস্থার রিপোর্ট নিয়ে সম্পাদিত গ্রন্থ হলো এই ‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গ্রন্থটি সম্পাদনার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এ গ্রন্থের সফলতা কামনা করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও গ্রন্থের ভূমিকা রচয়িতা অধ্যাপক তাহমিনা আখতার, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, ভারপ্রাপ্ত প্রেস ম্যানেজার ও গ্রন্থের সম্পাদক এস এম বিপাশ আনোয়ার ও গ্রন্থের প্রকাশক নার্গিস সুলতানা উপস্থিত ছিলেন।

‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’ গ্রন্থ মূলত একটি পেপার ডকুমেন্টারি। বিশিষ্ট সাংবাদিক ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল গ্রন্থটি সম্পাদনায় সার্বিক তত্ত্বাবধান করেন। গ্রন্থের গবেষণা সম্পাদক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। ৫ খণ্ড বিশিষ্ট এই গ্রন্থের ১১টি অধ্যায়ে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত ১৩শ’র বেশি ঘটনা, সংবাদ ও গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। 

২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রামাণ্য গ্রন্থ হিসেবে সংকলনটি এই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে বলে আশা করা যাচ্ছে। 

প্রকাশনা সংস্থা টিএ্যান্ডটি পাবলিশার্স এ্যান্ড প্রিন্টিং গ্রন্থটি প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০