ঝিনাইদহে ২ লাখ ৪০ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৫:১২
প্রতীকী ছবি। ইউনিসেফ বাংলাদেশ

ঝিনাইদহ, ১১ মার্চ, ২০২৫ (বাসস): জেলায় এবার দুই লাখ ৪০ হাজার শিশু ভিটামিন এ ক্যাপসূল পেতে যাচ্ছে। আগামী ১৫ মার্চ জেলার সব উপজেলা ও তিনটি পৌর এলাকার শুন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের এ ক্যাপসুল বিতরণ করা হবে। এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা সিভিল সার্জন অফিস।

জানা গেছে, আগামী ১৫ মার্চ দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার সব ইপিআই (টিকাদান) কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও স্বাস্থ্যকর্মীরা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করবেন। পুরো ক্যাম্পেইন তদারকি করবেন স্ব স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ওই দিন শুন্য থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যে সব শিশুর বয়স শুন্যথেকে ১১ মাস, তাদের জন্য নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে জেলার সব উপজেলায় টিকা ও প্রয়োজনীয় সামগ্রী পৌছে সরবরাহ সম্পন্ন হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, এ বছর জেলার সদর উপজেলায় ৫০ হাজার ৭২০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া সদর পৌরসভা এলাকায় ১৩ হাজার ১৯২ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়াবেন স্বাস্থ্য কর্মীরা।

এছাড়া জেলার কালীগঞ্জ উপজেলা ও পৌর এলাকায় ৩৭ হাজার ৭৮৩ জন, মহেশপুর উপজেলা ও পৌর এলাকায় ৩৯ হাজার ৪৯ জন শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই ভাবে জেলার হরিণাকুন্ডু উপজেলায় ২৫ হাজার ৫০৬ জন, শৈলকূপায় ৫০ হাজার ৩৯৬ জন ও কোটচাদপুর উপজেলায় ২৩ হাজার ৭০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেয়া হবে।

জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে টিকা সরবরাহ ও স্বাস্থ্যকর্মীদের এ সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ ও অবহিতকরণ সম্পন্ন হয়েছে। জেলা ব্যাপী ২ লাখ ৪০ হাজারের বেশি শিশু এবছর বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০