চট্টগ্রামে খুনের মামলায় ১ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৯:৩০

চট্টগ্রাম, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : দেড় দশক আগে চট্টগ্রাম নগরীতে একজন নির্মাণ শ্রমিককে খুনের মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

আজ বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আবদুর রহমান এ রায় দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত মহানগর পিপি আবুল কালাম আজাদ।

খুনের শিকার মঞ্জু মিয়া নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি নির্মাণ শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ আছে।

মঞ্জুকে খুনের দায়ে দণ্ডিত নজরুল ইসলামও নির্মাণ শ্রমিক সরবরাহের কাজ করতেন। তার সঙ্গে একই মামলায় আসামি হিসেবে থাকা সাহাবুদ্দিন সায়েম নামে একজনকে অপরাধ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০১০ সালের ২৪ এপ্রিল রাতে বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকায় জনৈক আরিফুর রহমানের প্লটে নির্মাণ কাজ করার সময় মঞ্জুকে শাবলসহ বিভিন্ন ভারী নির্মাণ সামগ্রী দিয়ে খুন করা হয়। এ ঘটনায় তার স্ত্রী আছিয়া বেগমের দায়ের করা মামলায় উল্লেখ আছে, ওই প্লটে নির্মাণ কাজের জন্য শ্রমিক সরবরাহকারী ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিলেন মঞ্জু মিয়া। একই প্লটে নজরুলকেও কাজ দেওয়া হয়েছিল। এ নিয়ে দ’ুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে মঞ্জুকে খুন করা হয়।

অতিরিক্ত মহানগর পিপি আবুল কালাম আজাদ জানান, আছিয়ার মামলা তদন্ত শেষে পুলিশ ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে দুজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ গঠনের পর ১১ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন। আদালত পলাতক আসামি নজরুলের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০