দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২৩:৩২
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি সৌজন্য সাক্ষাত করেন। ছবি : পিআইডি

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও তুরস্ক আজ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য, শিক্ষা ও শ্রম অভিবাসন খাতে পারস্পরিক সম্পৃক্ততা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে।

আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি সৌজন্য সাক্ষাতে এলে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়ে একিনচি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং চলমান সংস্কার উদ্যোগের প্রতি তুরস্কের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে চতুর্থ পর্বের পররাষ্ট্র দপ্তর-পর্যায়ের আলোচনা (এফওসি)-এর নেতৃত্ব দিচ্ছেন।

আলোচনায় উভয় পক্ষ আগে অনুষ্ঠিত এফওসির ফলাফল পর্যালোচনা এবং বহুমুখী অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য নতুন খাতগুলো নিয়ে আলোচনা করে।

তুরস্কের উপ-মন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক বোঝাপড়া বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য নিয়মিত ও সময়োপযোগী ভিত্তিতে এফওসি আয়োজনের গুরুত্বের উপর জোর দেন।

তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানান এবং বর্তমান ১.১ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য পরিমাণকে ৩ বিলিয়ন ডলারে উন্নীত করার আগ্রহ প্রকাশ করেন। 

এসময় বাংলাদেশের দক্ষ জনশক্তির বিষয়টি তুলে ধরে উপদেষ্টা তৌহিদ হোসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা এবং সফটওয়্যার উন্নয়নসহ তুরস্কের গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশি পেশাজীবীদের জন্য আরও সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

উভয় পক্ষ প্রতিরক্ষা খাতে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের ইচ্ছা প্রকাশ করে এবং প্রযুক্তিগত দক্ষতা বিনিময় ও সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে।

শিক্ষা খাতে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়, বিশেষ করে তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেয়া হয়।

আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয় যা আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

পররাষ্ট্র উপদেষ্টা ও তুরস্কের উপ-মন্ত্রী ফিলিস্তিন জনগণের অবিচ্ছেদ্য অধিকার ও আত্মনিয়ন্ত্রণের বৈধ সংগ্রামের প্রতি তাঁদের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০