শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২২:৫৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের ধামরাই উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেনসহ পাঁচ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার ধামরাই থানা এলাকায়  সাভার ক্যান্টনমেন্ট  কলেজের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদকে (১৮) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ মঙ্গলবার তাদের ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার পরিদর্শক শহিদুল ইসলাম। শুনানি শেষে ঢাকার সিনিয়র  জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর হারুন আর রশীদ বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগরের একটি আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

রিমান্ডকৃত অপর আসামিরা হলেন - ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫), ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (৪২), নিষিদ্ধ ছাত্রলীগের নবযুগ কলেজ সভাপতি আমিনুল ইসলাম (৩০) ও নিষিদ্ধ
ছাত্রলীগ কর্মী আহাদ হোসেন (৩২)।

মামলার অভিযোগ থেকে জানা যায়,  ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি চালায় আসামিরা।

এ সময় আন্দোলনে অংশ নেয়া সাভার ক্যান্টনমেন্ট  কলেজের  শিক্ষার্থী  আফিকুল ইসলাম সাদ মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০