সেই মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করবেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০২ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৩:০৬
বিএনপি কর্মী মোতালেব আকন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: কোলাজ বাসস

পিরোজপুর, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘শেষ বয়সে তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান মোতালেব আকন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনটি লন্ডনে অবস্থানরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন দলের এক সময়ের সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মী মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করতে।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকায় তারেক রহমান মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতের মাধ্যমে দলের বয়োজ্যেষ্ঠ এবং ২০১৪ সালে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পঙ্গু এ কর্মীর মনের আশা পূরণ করবেন তিনি।

বিষয়টি বাসসকে  নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

বিএনপি’র প্রবীণ ত্যাগী কর্মী মোতালেব আকনের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎকালে উপস্থিত থাকবেন, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান।

এ সময় সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্য বৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব বসতি দিবসে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও সভা
মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের
আফগানিস্তানে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের তদন্ত করার সিদ্ধান্ত নেবে ইউএনএইচআরসি
খুলনার রূপসায় সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ডুবি
বাউফলে ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ ও জরিমানা আদায়
সাতক্ষীরায় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে পৌঁছেছেন
নীলফামারীতে কমেছে তিস্তার ঢলের পানি
রাজবাড়িতে বিশ্ব বসতি দিবস পালিত
মাগুরায় বিশ্ব শিশু অধিকার সপ্তাহ পালিত
১০