খুলনার রূপসায় সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ডুবি

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৪:০৮
নোঙরকৃত সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ 'এমভি জিলান' তলিয়ে গেছে। ছবি: বাসস

খুলনা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার রূপসা নদীতে মেরামত কাজের জন্য নোঙরকৃত সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ 'এমভি জিলান' তলিয়ে গেছে। 

গতকাল রোববার রাত থেকে জাহাজটি কাস্টমঘাট সংলগ্ন একটি ডকইয়ার্ড লাগোয়া নদীতে ধীরে ধীরে ডুবে যেতে থাকে। আজ সোমবার পুরোপুরি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি খুলনায় 'রেইনবো ট্যুরস' নামে সুন্দরবনে ট্যুরিস্ট কার্যক্রম পরিচালনায় নিয়োজিত ছিল।

জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড।

তিনি বাসসকে বলেন, জাহাজটি সম্প্রতি সুন্দরবনে ৩ দিনের ট্যুর শেষে মেরামত কাজের জন্য কাস্টমঘাটে অবস্থান করছিল। জাহাজে এসি এবং বাথরুমের কাজ করা হচ্ছিল। কিন্তু মিস্ত্রির অসাবধানতার কারণে বাথরুমের পাইপ লাইন খোলা থাকায় পানি ঢুকে যায়। বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারায় এক পর্যায়ে ডুবে যায়।

রেইনবো ট্যুরস'র মালিক হারুনুর রশিদের ছেলে মো. জামিল বাসসকে বলেন, জাহাজটি মেরামতের জন্য  বাংলাদেশ শিপ বিল্ডার্স নামক তাদের নিজস্ব ডকইয়ার্ডে অবস্থান করছিল। এ অবস্থায় গোসলের পানি লোড দেওয়া ছিল। ফলে একদিকে কাত হয়ে ঢেউয়ের পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। এতে তাদের বড় ধরণের ক্ষতি হলো। তবে, জাহাজটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বাসসকে বলেন, জাহাজ ডুবির ঘটনাটি বনাঞ্চল এলাকায় না হওয়ায় এটা নিয়ে বন বিভাগের তেমন কিছু করার নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় সাড়ে নয় লাখ শিশু টাইফয়েড টিকার আওতায় 
নড়াইলে আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট শুরু
রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস পালিত
ইন্দোনেশিয়ার পাপুয়ায় খনি ধসে নিখোঁজ ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার
আ. লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান: জনগণই সবচেয়ে বড় বিচারক
মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ 
ফটিকছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড 
খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মাদারীপুরে টাইফয়েড টিকা সচেতনতায় কর্মশালা
১০