মাদারীপুরে টাইফয়েড টিকা সচেতনতায় কর্মশালা

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৬:১৬ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৬:৩৭
সোমবার জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

মাদারীপুর,৬ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাধারণ মানুষদের সচেতনতা সৃষ্টির জন্য স্কাউট ও গার্লস গাইডদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ দিনব্যাপী মাদারীপুর জেলা সরকারি সমন্বিত মাল্টিপারপাস হল রুমে জেলা পর্যায়ে টাইফয়েড টিকা বিষয়ক এই কর্মশালা আয়োজন করা হয়। 

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। এসময় তিনি তার বক্তৃতায় টাইফয়েড রোগের ভয়াবহতা তুলে ধরে বলেন, দুষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েড রোগের জীবাণু দ্রুত ছড়ায় এবং সময়মতো সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে এটি প্রাণঘাতী হতে পারে। এই রোগ প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।

বক্তারা টিকা সম্পর্কে সঠিক তথ্য শিক্ষার্থীসহ সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।

জেলা তথ্য অফিসার মো.দেলোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মশালায় অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার নাইমুল হাসান, সিভিল সার্জন ডা.মোহাম্মদ শরিফুল আবেদীন কমল,অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তন্বী,গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম,জেলা শিক্ষা অফিসার ফরিদুল ইসলাম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহি, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহন মিয়া, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মুহাম্মদ এমারত হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার আবদুল্লাহ -হির রাফি,জেলা স্কাউটের সহকারী পরিচালক মীর মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা তথ্য অফিসার জানান, আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হবে। এতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এক ডোজ টাইফয়েডের টিকা বিনা মূল্যে দেওয়া হবে। সে লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং গণযোগাযোগ অধিদপ্তরের অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা সিভিল সার্জন বলেন,জেলায় টার্গেট মোট ৯৫ শতাংশ টাইফয়েড ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৬৬ হাজার ২৮৯ জন। ইতিমধ্যে জেলায় ৯৬ হাজার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। রেজিষ্ট্রেশন এখনো চলমান আছে। মোট ১৮ কর্ম দিবসের এই ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০