রাজবাড়ী, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য।
‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করবো কাজ’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় শিশুদের অধিকার, নিরাপত্তা ও বিকাশে সবার দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল।
সভায় জেলা প্রশাসক শিশুদের জাতির ভবিষ্যৎ অভিহিত করে তাদের সঠিক বিকাশ, শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব বলে উল্লেখ করেন।