নড়াইল, ৬ অক্টোবর ২০২৫ (বাসস) : নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের কদমতলা যুব সংঘের উদ্যোগে ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে গতকাল রাতে ৩২ দলের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: বেলায়েত হোসেন।
চাঁচুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: হেলাল মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌর বিএনপির সহ-সভাপতি খন্দকার কিয়ামুল হাসান, সহ-সভাপতি মো: হাসেম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ইবাদত মিনা, চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো: আনিসুর রহমান।
বিপুল সংখ্যক দর্শক উদ্বোধনী খেলা উপভোগ করেন। উদ্বোধনী ম্যাচে চাঁদপুর ও রামসিদ্ধি দল অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে মো: বেলায়েত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্য ও জনপ্রিয় এই হাডুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ও যুব সমাজকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাসস/সংবাদদাতা/নীহা/১৬২৭/-নীহা