ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য অলরাউন্ডার বার্নাড জুলিয়েন। গতকাল উত্তর ত্রিনিদাদের ভ্যালসেইনে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৭৫ সালে ওয়ানডে বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের শিরোপা জয়ে ভূমিকা রাখেন তিনি। গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে ২০ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ রানে ৪ উইকেট নেন তিনি। লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ বলে অনবদ্য ২৬ রান করার পাশাপাশি বোলিংয়ে ১২ ওভারে ৫৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন জুলিয়েন।
১৯৭৫ সালে বিশ্বকাপ জয়ে জুলিয়েনের অবদান স্বীকার করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো গার্ডিয়ানের সাথে আলাপকালে জুলিয়েনের প্রশংসা করে লয়েড বলেন, ‘সে সবসময় শতভাগের বেশি দিয়ে খেলেছে। কখনও কর্তব্য এড়িয়ে যায়নি। ব্যাট-বল হাতে আমি তার ওপর ভরসা করতে পারতাম। প্রতি ম্যাচেই সে তার সেরাটা উজাড় করে দিত। দুর্দান্ত এক ক্রিকেটার ছিল সে।’
১৯৭৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দেশের হয়ে ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে খেলেছেন জুলিয়েন। টেস্টে ৮৬৬ রান ও ওয়ানডেতে ৮৬ রান করেন জুলিয়েন। বল হাতে টেস্টে ৫০ ও ওয়ানডেতে ১৮ উইকেট নেন তিনি। ১৯৭৭ সালে সর্বশেষ দেশের হয়ে ম্যাচ খেলেন জুলিয়েন।
টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে এবং করাচিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন জুলিয়েন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো ১২১ রান এবং পাকিস্তানের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন তিনি।
১৯৫টি প্রথম শ্রেণির ম্যাচে তিন সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৫,৭৯০ রান করেছেন জুলিয়েন। বাঁ-হাতি এই পেসার উইকেট শিকার করেছেন ৪৮৩টি। ১১৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ১,৪৫০ রান ১৫৩ উইকেট নিয়েছেন তিনি।