বিসিবির পরিচালক নির্বাচিত বুলবুল-ফাহিম

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২০:১৯

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। 

ঢাকা বিভাগের ক্যাটাগরি-১ থেকে (জেলা ও বিভাগ) নির্বাচিত হয়েছেন বুলবুল ও ফাহিম। দু’জনই ১৫টি করে ভোট পেয়েছেন। 

এছাড়াও, রাজশাহী বিভাগ থেকে মুখলেছুর রহমান ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। রংপুর বিভাগ থেকে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান। রংপুরে হাসানুজ্জামানের প্রতিদ্বন্দ্বি শাহাদাত সজল পেয়েছেন মাত্র ১ ভোট। 

ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জলুফিকার আলি খান, সিলেট থেকে রাহাত শামস এবং বরিশাল থেকে শাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন। 

বিসিবির সাবেক সভাপতি ফারুক আহেমেদ ৪২ ভোট পেয়ে ক্যাটাগরি-২ থেকে (ঢাকা মেট্রোপলিস ক্লাব) নির্বাচিত হয়েছেন। 

ক্লাব ক্যাটাগরি থেকে ইফতেখার রহমান মিঠু ৩৪ এবং মনজুর আলম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। 

এছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে আরও নয়জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ইশতিয়াক সাদেক (৪২), আদনান রহমান দিপন (৪০), ফয়জুর রহমান (৪২), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪০), শানিয়ান তানিম (৪২), মোকসেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৭) এবং মেহরাব আল চৌধুরি (৪১)।

ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পালকে ৩৫-৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন পাইলট। 

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৫ জন পরিচালকের তালিকা সম্পূর্ণ করার জন্য ইশফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনীত করেছে।

তিন ক্যাটাগরিতে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

১৫৬ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোট দিয়েছেন। যা ৭৩.৭১ শতাংশের মত। 

ক্যাটাগরি-১-এ ৩৫ জনের মধ্যে ৩০ জন, ক্যাটাগরি-২-এ ৭৭ জনের মধ্যে ৪২ জন এবং ক্যাটাগরি-৩-এ ৪৫ জনের মধ্যে ৪৩ জন ভোট দিয়েছেন। 

ই-ভোটও বিকল্প ছিল এবং ক্যাটাগরি-১-এর ১৯ জন কাউন্সিলর এই সুযোগ নিয়েছেন। ক্যাটাগরি-২-এ ৩৫ জন এবং ক্যাটাগরি-৩-এ মাত্র ৪ জন ই-ভোট দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক : তারেক রহমান
আবারও বিসিবি সভাপতি বুলবুল
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
১০