গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২১:৩২

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রস সোমবার জানিয়েছে, গাজায় জিম্মি ও ইসরাইলি কারাগারে আটক ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে তারা প্রস্তুত রয়েছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রায় দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধের অবসান ঘটাতে সোমবার হামাস, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল মিশরে বৈঠকে বসছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাস ও ইসরাইল উভয়ই ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে গাজায় জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক বলেন, আমাদের দল নিরপেক্ষভাবে মানবিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত, যাতে জিম্মি ও আটক ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।

আইসিআরসি জোর দিয়ে বলেছে, মানবিক সহায়তা পুরোপুরি পুনরায় চালু করা এবং গাজা উপত্যকার যেখানেই মানুষ থাকুক না কেন, সেখানে নিরাপদে ত্রাণ বিতরণ নিশ্চিত করা জরুরি।

জেনেভাভিত্তিক এই মানবিক সংস্থা জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে তারা এখন পর্যন্ত ১৪৮ জন জিম্মি ও ১ হাজার ৯৩১ জন আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করেছে। পাশাপাশি মৃতদের দেহাবশেষ ফেরত আনার ব্যবস্থাও করেছে।

সংস্থাটি বলেছে, এ ধরনের কার্যক্রম অত্যন্ত জটিল এবং এতে নিখুঁত লজিস্টিক ও নিরাপত্তা পরিকল্পনা প্রয়োজন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
১০