গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২১:৩২

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রস সোমবার জানিয়েছে, গাজায় জিম্মি ও ইসরাইলি কারাগারে আটক ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে তারা প্রস্তুত রয়েছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রায় দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধের অবসান ঘটাতে সোমবার হামাস, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল মিশরে বৈঠকে বসছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাস ও ইসরাইল উভয়ই ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে গাজায় জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক বলেন, আমাদের দল নিরপেক্ষভাবে মানবিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত, যাতে জিম্মি ও আটক ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।

আইসিআরসি জোর দিয়ে বলেছে, মানবিক সহায়তা পুরোপুরি পুনরায় চালু করা এবং গাজা উপত্যকার যেখানেই মানুষ থাকুক না কেন, সেখানে নিরাপদে ত্রাণ বিতরণ নিশ্চিত করা জরুরি।

জেনেভাভিত্তিক এই মানবিক সংস্থা জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে তারা এখন পর্যন্ত ১৪৮ জন জিম্মি ও ১ হাজার ৯৩১ জন আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করেছে। পাশাপাশি মৃতদের দেহাবশেষ ফেরত আনার ব্যবস্থাও করেছে।

সংস্থাটি বলেছে, এ ধরনের কার্যক্রম অত্যন্ত জটিল এবং এতে নিখুঁত লজিস্টিক ও নিরাপত্তা পরিকল্পনা প্রয়োজন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০