ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর লালবাগ এলাকায় রাস্তার ওপর সবজি, মাছ, মুরগি ইত্যাদির দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে ছয় জনকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২ ধারায় এ কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে ৪ হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
লালবাগ থানা সূত্রে জানা যায়, আসামিরা ৮-১০ বছর যাবৎ লালবাগ এলাকার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। পুলিশের নির্দেশনা ও জরিমানা সত্ত্বেও তারা অবৈধভাবে পুনরায় ফিরে এসে দোকান বসানো অব্যাহত রাখেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে লালবাগ থানা পুলিশ পাঁচ অক্টোবর রাতে তাদের গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
সোমবার লালবাগ বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একই আদালতে কোতয়ালী থানা পুলিশের দায়ের করা পৃথক মামলায় মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে ৪ হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এর আগে সোমবার সকালে মিটফোর্ড হাসপাতালে চুরির এ ঘটনাটি ঘটে। কোতয়ালী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেফতার করে লালবাগ সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ সাজা প্রদান করেন।