খুলনা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনা জেলা যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ও রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার চেষ্টা এবং অনলাইনে প্রচারণায় সম্পৃক্ততার অভিযোগে রোববার গভীর রাতে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের ৪নং সিংহের চর এলাকার নিজ বাড়ি থেকে তুলিকে গ্রেপ্তার করা হয়।
সূত্রে জানা যায়, আকলিমা তুলি আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারির পরও অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে দলীয় বৈঠক আয়োজনসহ সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি রূপসা থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগে রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।