ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) লড়াইয়ের আয়োজন করা হবে।
যুক্তরাষ্ট্রের নরফোক শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ভার্জিনিয়ার নরফোক নৌ-ঘাঁটিতে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, আগামী বছরের ১৪ জুন আমরা হোয়াইট হাউসে একটি বড় ধরনের ইউএফসি লড়াই আয়োজন করতে যাচ্ছি। ঠিক হোয়াইট হাউসে, হোয়াইট হাউসের মাঠে হবে।
তবে, ১৪ জুন তার জন্মদিন কিংবা আগামী বছর তার ৮০তম জন্মদিন পালন হবে, তা তিনি উল্লেখ করেননি।
এ বছর ৭৯তম জন্মদিনে ট্রাম্প মার্কিন সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য একটি সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছিলেন।
গত আগস্ট মাসে ইউএফসি প্রধান ডানা হোয়াইট বলেছিলেন, আগামী বছরের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে হোয়াইট হাউসে এ লড়াইয়ের আয়োজন করা হবে।
তবে, এবার ট্রাম্প জানালেন, অনুষ্ঠানটি হতে যাচ্ছে ২০২৬ সালের ১৪ জুন।