জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে উভয় বিভাগের ফাইনালে গোপালগঞ্জ

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৯:১৮ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৯:১৯
ছবি : বাসস

ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ (বাসস) : ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে দারুণ সাফল্য দেখিয়েছে স্বাগতিক গোপালগঞ্জ। পুরুষ ও নারী উভয় বিভাগের ফাইনালে উঠেছে তারা। 

বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গোপালগঞ্জ পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে বড় ব্যবধানে ফরিদপুরকে হারিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে পৌঁছায়।

আজ দিনের প্রথম সেমিফাইনালে গোপালগঞ্জ তাদের দাপট ধরে রেখে ফরিদপুরকে পরাজিত করে। ৪৮-১৬ পয়েন্টের বিশাল ব্যবধানে তারা জয়ী হয়। পুরো ম্যাচে গোপালগঞ্জের খেলোয়াড়রা একচেটিয়া প্রাধান্য বিস্তার করে।

গ্রুপ-এ থেকে গোপালগঞ্জ চ্যাম্পিয়ন ও নারায়ণগঞ্জ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছিল। অন্যদিকে গ্রুপ-বি’তে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা এবং রানার্সআপ ফরিদপুর। সেমিফাইনালে ওঠার আগে আজকের খেলায় নারায়ণগঞ্জ শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩৫-৩০ পয়েন্টে মাগুরাকে এবং ঢাকা ৬০-১৯ পয়েন্টের বড় ব্যবধানে শরীয়তপুরকে হারায়।

মধুমতি জোনে নারী বিভাগেও ফাইনালে উঠেছে গোপালগঞ্জ। চারটি দলের মধ্যে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হয়। লিগের সেরা হয়ে ফাইনালে আসে গোপালগঞ্জ, আর রানার্সআপ হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ফরিদপুর। লিগ পর্বে আজকের খেলায় গোপালগঞ্জ ২৮-২৬ পয়েন্টে ফরিদপুরকে পরাজিত করে। দিনের অন্য ম্যাচে নারায়ণগঞ্জ ৫৮-১৪ পয়েন্টের বিশাল ব্যবধানে শরীয়তপুরের বিপক্ষে জয়লাভ করে। 

মধুমতি জোনের পুরুষ ও নারী উভয় বিভাগের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে।

একই ভেন্যুতে আজ থেকে শুরু হয়েছে ধানসিঁড়ি জোনের খেলা। প্রথম ম্যাচে বরিশাল ৪৬-৩৪ পয়েন্টে বগুড়াকে হারায়। দ্বিতীয় খেলায় মাদারীপুর ৫৪-৪৪ পয়েন্টে জয়লাভ করে ঝালকাঠির বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ৩ পর্যটকের মৃত্যু; খালি করা হল হোটেল
আয়নাঘরে বন্দীদের নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : ফ্যাক্টওয়াচ
রাশিয়ার তেল শোধনাগারে হামলা 
হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল
মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে সংঘর্ষে পুলিশসহ আহত ১২০
গাজায় ফেরত আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ, মোট সংখ্যা ৩৩০
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
১০