ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ (বাসস) : এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের সপ্তম রাউন্ডের ম্যাচে রংপুর বিভাগ ৩ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রোকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করেতে নেমে রংপুর বোলারদের তোপে বড় সংগ্রহ পায়নি ঢাকা মেট্রো। ২০ ওভারে ৮ উইকেটে ৯০ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন মাহফিজুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন অধিনায়ক রাকিবুল হাসান।
রংপুরের তিন বোলার আবু হাসিম, রাফি উজ্জামান রাফি ও জাহিদ জাভেদ ২টি করে উইকেট নেন।
৯১ রানের টার্গেট ১১ ওভারেই স্পর্শ করে ফেলে রংপুর। ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন জাহিদ জাভেদ। এছাড়া অধিনায়ক আকবর আলি ১৭ ও আব্দুল্লাহ আল মামুন ১৬ রান করেন।
এই জয়ে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠল রংপুর। সমান সংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে মেট্রো।