দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই: সারজিস আলম

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২০:১৫
রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: বাসস

রাজশাহী, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই।  

তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এখন তাদের মার্কা, নিবন্ধন আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে।   

রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি আজ সোমবার এ কথা বলেন। সারজিস আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশে আবার যদি এই প্রাসঙ্গিকতা কেউ আনার চেষ্টা করে তাহলে আমরা ধরে নেব অভ্যুত্থানের সময় তার বিরোধী অবস্থান ছিল।

তিনি বলেন, এনসিপির শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন কারো চাপে ভীত হয়ে যদি আমাদের সেটি দিতে না চায় তাহলে আমরা মনে করবো তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের চরিত্রটা হারিয়ে ফেলেছে। যদি এটা হয় তাহলে তাদের ওপর আমাদের আস্থা থাকবে না। আমরা বিশ্বাস করি শাপলা প্রতীক পাবো এবং সেই প্রতীক নিয়ে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে। 

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, আপনারা এনসিপিকে শাপলা না দেওয়ার পেছনে না ছুটে নীতিমালা সংশোধন করেন।

তিনি আরও বলেন, বিগত নির্বাচন কমিশনগুলো যা করেছে বর্তমান নির্বাচন কমিশন যদি একই কাজ করার চেষ্টা করে তাহলে অভ্যুত্থান পরবর্তীতে আমাদের জন্য এটি হবে লজ্জার। 

সারজিস বলেন, আমরা দৃশ্যমান বিচার দেখতে চাই। ১ হাজার মামলার রায় না দিয়ে গেলেও অন্তত গুরুত্বপূর্ণ কিছু মামলার ৫০ থেকে ১০০ আসামি যারা খুনের সাথে সরাসরি জড়িত তাদের বিচার আমরা দেখতে চাই, রায় কার্যকর দেখতে চাই। 

এ সময় এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ এনসিপি জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক : তারেক রহমান
আবারও বিসিবি সভাপতি বুলবুল
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
১০