নির্বাচনের আগে টাকার খেলা কঠোরভাবে বন্ধ করতে হবে : মাহবুব মোর্শেদ

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৮:৪০ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৯:৩৯
বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। ফাইল ছবি

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অর্থের প্রভাব নির্মূলের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ। 

তিনি বলেন, ‘নির্বাচনের আগে টাকার খেলা কঠোরভাবে বন্ধ করতে হবে। ভোট কেনাবেচা, মনোনয়ন বাণিজ্য, প্রশাসনকে প্রভাবিত করার জন্য অর্থের ব্যবহার-এসব রোধ করতে পারলেই জনগণের একটি প্রকৃত সংসদ পাওয়া সম্ভব হবে।’

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মাহবুব মোর্শেদ বলেন, ‘আমরা আশা করব, নির্বাচনের আগে যে অর্থের খেলা শুরু হয়-মনোনয়ন বাণিজ্য, ভোট কেনা, এমনকি কর্মকর্তাদের প্রভাবিত করার মতো কর্মকাণ্ড-এসব কঠোরভাবে বন্ধ করতে হবে। যারা এখন থেকেই ভাবছেন মনোনয়ন কিনবেন, ভোট কিনবেন, কিংবা প্রশাসনের কর্মকর্তাদের কিনে ফেলবেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে তফশিল ঘোষণা পর থেকেই আইন প্রয়োগ করতে হবে। তাহলেই আমরা অন্তত একটি অর্থবহ সংসদ পাবো।’

তিনি বলেন, ‘নির্বাচন যেন একদিনের ইভেন্ট না হয়, বরং একটি দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হোক-এই প্রত্যাশা আমাদের সবার। আমরা চাই না নির্বাচনের দিন ভোটের পরিবেশ ঠিক থাকলেও আগের রাতে অর্থের প্রভাবে জনমত পরিবর্তন হয়ে যাক। নির্বাচন কমিশন চাইলে এ জায়গায় দৃষ্টান্ত স্থাপন করতে পারে।’

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

মাহবুব মোর্শেদ আরো বলেন, বাংলাদেশ এখন একটি পরিবর্তনের যুগে প্রবেশ করেছে। দেশে একটি ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী সরকার উৎখাত হয়েছে। তারা শুধু ভোট কারচুপি করেনি, বরং সংসদকে জনগণের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়েছিল। ব্যবসায়ী, ঠিকাদার ও স্বার্থান্বেষী মহল সংসদে প্রবেশ করে আইন প্রণয়ন প্রক্রিয়াকে বিকৃত করেছে। তাদের অনেকে আইনপ্রণেতা ছিলেন না, বরং নিজেদের ব্যবসায়িক স্বার্থে সংসদকে ব্যবহার করেছেন। ফলে সংসদ কার্যত অকার্যকর হয়ে পড়েছিল।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, একদলীয় বা একতরফা নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছিল, সেসব সংসদে অনেক সদস্য ঘুমিয়ে সময় কাটিয়েছেন। আইন প্রণয়নে তাঁদের কোনো সক্রিয়তা ছিল না। দল যা বলেছে, সেটাই তারা ‘হ্যাঁ’ বা ‘না’ বলে সমর্থন করেছেন। ফলে জনগণের ইচ্ছার প্রতিফলন সংসদে অনুপস্থিত ছিল।

মাহবুব মোর্শেদ বলেন, ‘আমরা চাই এমন একটি নির্বাচন, যেখানে প্রার্থীরা জনগণের আস্থা অর্জন করে নির্বাচিত হবেন। প্রার্থী কে হবেন, তিনি উচ্চশিক্ষিত কি-না বা আইন বিষয়ে অভিজ্ঞ কি-না, এই বিষয়ে কমিশনের ক্ষমতা সীমিত। কিন্তু কমিশন চাইলে এমন এক নির্বাচনী প্রক্রিয়া তৈরি করতে পারে যেখানে অর্থ বা ক্ষমতার প্রভাবের জায়গা থাকবে না। জনগণ তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবে স্বাধীনভাবে।’

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে নিরপেক্ষতা বজায় রেখেছে, তা প্রশংসনীয়। এই কমিশন নিয়ে এখনো বড় ধরনের বিতর্ক সৃষ্টি হয়নি। জনগণের এই আস্থা রক্ষা করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন যদি এই আস্থা ধরে রেখে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারে, তাহলে জনগণ আবারও গণতন্ত্রের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবে।

মাহবুব মোর্শেদ বলেন, ‘নির্বাচন শুধু ভোটের দিন নয়, ভোটের আগে থেকেই গণতন্ত্রের অনুশীলন শুরু হয়। সাংবাদিকদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের উচিত জনগণের চোখ-কান হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা। কারণ, আমরা সবাই চাই-বাংলাদেশে এমন একটি সংসদ গঠিত হোক, যেখানে প্রকৃত জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত হবে।’

সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনী ব্যয় সীমা নির্ধারণ, মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা, ভোটার তালিকা হালনাগাদ, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি এবং সংবাদমাধ্যমের স্বাধীন ভূমিকা নিয়ে নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন।

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাংবাদিকদের মতামতকে স্বাগত জানিয়ে বলেন, ইসি নির্বাচনের আগে থেকেই ব্যয় নিয়ন্ত্রণ ও আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থান নেবে। তিনি প্রতিশ্রুতি দেন, কোনো প্রভাবশালী ব্যক্তি বা দল নির্বাচনী প্রক্রিয়া বিকৃত করতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০