মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় ১৫৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গতকাল রাত ১১টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত পাগলা কোস্টগার্ড স্টেশন জেলার সদর থানার দয়াল বাজার মাদবর বাড়ি এবং মিরকাদিম উত্তর কাজি কসবা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার তিনটি গোডাউন ও কারখানায় তল্লাশি চালানো হয়।
অভিযানে ৪ কোটি ৪০ লাখ ৫২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ১২ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৫৪ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা ।
জব্দকৃত জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নষ্ট করা হয় বলেও জানানো হয়েছে।