লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ 

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৬:২৪ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৭:৪২
লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ। ছবি: বাসস

লালমনিরহাট, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের দুটি গ্রামের ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে এসব বিতরণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। প্রতি পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, একবান ঢেউটিন ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট এ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাযহানুর রহমান।

এর আগে জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন, জামায়াতের জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ও উপজেলা আমির মাওলানা রুহুল আমিন। 

উল্লেক্ষ্য, গত রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ভোটমারী ইউনিয়নের মধ্যশ্রতিধর ৮ নম্বর ওয়ার্ডে আকস্মিক ঘূর্ণিঝড়ে আধা পাকা বিল্ডিং ও কাঁচা টিনের শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০