আ. লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান: জনগণই সবচেয়ে বড় বিচারক

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৬:২৮ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৭:১৯
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, তবে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের আইন সিদ্ধান্ত নেবে। অন্যায়কারীর বিচার হতে হবে, সেটি ব্যক্তি বা দল হোক।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেছেন, ‘আমি ১৭ বছর ধরে প্রবাসে আছি। তথাকথিত ওয়ান ইলেভেন সরকারের সময় আমার ওপর যে শারীরিক নির্যাতন হয়েছিল, তার পরে চিকিৎসার জন্য এ দেশে আসি। আমি এখানে আসার সময় ছোট ভাইকে রেখে এসেছিলাম। আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। যে ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি, যে ঘরে আমার বাবার স্মৃতি ছিল, যে ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যে ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল সে ঘর রেখে এসেছিলাম।

‘সেই স্মৃতিগুলোকে ভেঙে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই। যে সুস্থ মাকে রেখে এসেছিলাম, সে মা এখন সুস্থ নেই।’

তিনি বলেছেন, আমার পরিবারের যে কাহিনি আপনাদের সামনে তুলে ধরলাম-এটিকে আপনারা কাহিনি বা সংগ্রাম যেটাই বলুন না কেন, এটি শুধু আমার বা আমার পরিবারের কাহিনি নয়। এ রকম কাহিনি বাংলাদেশের শত (১০০) না, হাজার হাজার পরিবারের। এসব অন্যায়, হত্যা ও নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধ নয়, এটা ন্যায় ও আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হয়।

তারেক রহমান বলেছেন, দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের আইন সিদ্ধান্ত নেবে। সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে। তো সেটি ব্যক্তি হোক, সেটি দলই হোক।

তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি এবং বিভিন্ন সময় বলিও আমরা যারা বিএনপি করি, আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস জনগণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই-যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, জনগণ তাদের সমর্থন করতে পারে বলে আমি মনে করি না।

তিনি আরো বলেছেন, জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি সেহেতু জনগণের সিদ্ধান্তের ওপর আমরা আস্থা রাখতে চাই। সবচেয়ে বড় বিচারক জনগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোস্টগাডের্র বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩৫৯
শিক্ষা খাতের উন্নয়নে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ প্রয়োজন: এনইউ উপ-উপাচার্য
এসএমই উদ্যোক্তাদের জন্য বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে স্বর্ণ চুরি : কিশোরগঞ্জ ও নরসিংদী থেকে গ্রেফতার ৪ নারী
বিনিয়োগের সময় গুজবে কান না দেওয়ার পরামর্শ বিএসইসির
রাজশাহী দেশের সবচেয়ে সুন্দর নগরী: আলোচনায় বক্তারা
নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ডিএসইতে আজ সূচক কমলেও লেনদেন বেড়েছে
রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ দ্রুত ফেরত পেতে আশাবাদী বাংলাদেশ ব্যাংক
১০