মাগুরা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ’ প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করেছে মাগুরা জেলা শিশু একাডেমি।
এ উপলক্ষে আজ সোমবার সকালে জেলা মিলনায়তনে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
‘পরিবর্তনে আমরাই শিশু কিশোর’ সংগঠনের জারিন তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাক্তার মো. শামীম কোভির, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসন মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আগামীতে শিশুরা বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং শিশুদের মানসিকভাবে গড়ে তুলতে হলে সুস্থ ধারার পরিবেশ তৈরি করতে হবে। শিশু একাডেমি সব শিশুদের নিয়ে কাজ করে থাকে। এই শিশুরাই একসময় দেশের নেতৃত্বে এগিয়ে আসবে। শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে হলে অভিভাবকসহ সকলকে এগিয়ে আসা উচিত।