ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৫:৩১
আজ ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস পালিত। ছবি : বাসস

ঝিনাইদহ, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এরপর শিশু একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন জেলা বিষয়ক শিশু কর্মকর্তা আইয়ুব হোসেন।

সভায় বক্তব্য রাখেন সরকারি নুরুন্নাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহজালাল, জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক আব্দুল আলি, জেলার ফ্যামিলি প্লানিং এর উপ-পরিচালক মোজাম্মেল করিম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,  আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের জন্য একটি নিরাপদ, সহনশীল ও উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাদের শারীরিক ও মানসিক বিকাশে সঠিক শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।

আলোচনা শেষে শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ৩ পর্যটকের মৃত্যু; খালি করা হল হোটেল
আয়নাঘরে বন্দীদের নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : ফ্যাক্টওয়াচ
রাশিয়ার তেল শোধনাগারে হামলা 
হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল
মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে সংঘর্ষে পুলিশসহ আহত ১২০
গাজায় ফেরত আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ, মোট সংখ্যা ৩৩০
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
১০