ভারতের ভিডিও বাংলাদেশের বলে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত 

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৫:৩৩
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : গুলি করে হত্যার ঘটনার একটি ভিডিওকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। ঘটনাটিকে বাংলাদেশের নয়, ভারতের বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গুলি করে হত্যার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া গুলি করে হত্যার একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বাংলাদেশে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, ঘটনাটি বাংলাদেশের নয়। এটি আসলে ভারতের উত্তর প্রদেশের মীরাটে সংঘটিত এক ঘটনার দৃশ্য।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভি’র ওয়েবসাইটে গত ৩ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। 

সেই প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি কয়েক মাস আগে ভারতের উত্তর প্রদেশের মীরাটে ঘটেছিল। ভাষ্কর নিউজসহ ভারতের আরও একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিবেদন থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়।

ভারতে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যার ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এর পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে, সম্প্রতি খাগড়াছড়ি বিষয়ে, চব্বিশের আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। 

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশ নারী দলের
চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েডের টিকাদান উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
ভোক্তা অধিদপ্তরের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে : মহাপরিচালক
টাঙ্গাইলে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস 
চট্টগ্রামে ২ সাংবাদিকের ওপর হামলা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী
ইডিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে : এমডি সামাদ মৃধা
শেরপুরে বিশ্ব বসতি দিবস পালিত
সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
সর্বোচ্চ রান তানজিদের, উইকেট রশিদের
১০