নাটোরে বাস চাপায় ইজি বাইকের চালকসহ তিনজন নিহত

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৫:১৮ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৬:৩০
ছবি : বাসস

নাটোর, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার  বাসের নীচে চাপা পড়ে ইজি বাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

আজ সোমবার দুপুর দুইটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়া এলাকার মৃত অফেজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০), লালপুর উপজেলার ধলা এলাকার ইদু প্রামানিকের ছেলে ইজি বাইক চালক মুনছের প্রামানিক (৭০) এবং একই এলাকার নওফেল হোসেনের ছেলে নয়ন (২৬)।  

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানান, দুপুর দুইটার দিকে গাইবান্ধা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস ‘কল্পনা পরিবহন’ বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় পৌঁছে একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের চালক ও যাত্রীসহ ৩জন নিহত হন। দুর্ঘটনায় আহত ইজি বাইকের  আরো দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানা প্রাঙ্গনে রাখা হয়েছে বলে জানান, বনপাড়া হাইওয়ে থানার এসআই মোর্শেদ আলম। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ৩ পর্যটকের মৃত্যু; খালি করা হল হোটেল
আয়নাঘরে বন্দীদের নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : ফ্যাক্টওয়াচ
রাশিয়ার তেল শোধনাগারে হামলা 
হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল
মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে সংঘর্ষে পুলিশসহ আহত ১২০
গাজায় ফেরত আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ, মোট সংখ্যা ৩৩০
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
১০