নাটোরে বাস চাপায় ইজি বাইকের চালকসহ তিনজন নিহত

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৫:১৮ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৬:৩০
ছবি : বাসস

নাটোর, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার  বাসের নীচে চাপা পড়ে ইজি বাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

আজ সোমবার দুপুর দুইটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়া এলাকার মৃত অফেজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০), লালপুর উপজেলার ধলা এলাকার ইদু প্রামানিকের ছেলে ইজি বাইক চালক মুনছের প্রামানিক (৭০) এবং একই এলাকার নওফেল হোসেনের ছেলে নয়ন (২৬)।  

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানান, দুপুর দুইটার দিকে গাইবান্ধা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস ‘কল্পনা পরিবহন’ বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় পৌঁছে একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের চালক ও যাত্রীসহ ৩জন নিহত হন। দুর্ঘটনায় আহত ইজি বাইকের  আরো দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানা প্রাঙ্গনে রাখা হয়েছে বলে জানান, বনপাড়া হাইওয়ে থানার এসআই মোর্শেদ আলম। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০