নাটোরে বাস চাপায় ইজি বাইকের চালকসহ তিনজন নিহত

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৫:১৮ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৬:৩০
ছবি : বাসস

নাটোর, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার  বাসের নীচে চাপা পড়ে ইজি বাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

আজ সোমবার দুপুর দুইটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়া এলাকার মৃত অফেজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০), লালপুর উপজেলার ধলা এলাকার ইদু প্রামানিকের ছেলে ইজি বাইক চালক মুনছের প্রামানিক (৭০) এবং একই এলাকার নওফেল হোসেনের ছেলে নয়ন (২৬)।  

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানান, দুপুর দুইটার দিকে গাইবান্ধা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস ‘কল্পনা পরিবহন’ বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় পৌঁছে একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের চালক ও যাত্রীসহ ৩জন নিহত হন। দুর্ঘটনায় আহত ইজি বাইকের  আরো দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানা প্রাঙ্গনে রাখা হয়েছে বলে জানান, বনপাড়া হাইওয়ে থানার এসআই মোর্শেদ আলম। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সবার জন্য পরিবেশ বান্ধব, দুর্যোগ সহনশীল আবাসন নিশ্চিত করতে হবে : পরিবেশ উপদেষ্টা
ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানালেন বাসস চেয়ারম্যান
মাদক মামলায় চট্টগ্রামে রোহিঙ্গা নাগরিকের যাবজ্জীবন 
বাগেরহাটে কুমিরের আক্রমণে আহত জেলেকে চেক প্রদান
দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
পটুয়াখালীতে এক গৃহবধূর কোলজুড়ে পাঁচ নবজাতক!
চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন 
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ
কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর
৮০০ বছরের ঐতিহ্যের ধারক হবিগঞ্জের শংকরপাশা শাহী জামে মসজিদ
১০