পার্বতীপুরে আরেকটি লোকোমোটিভ রেলওয়ে কারখানা হচ্ছে 

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৪:৫২
পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে আরও একটি কারখানা নির্মাণের সিদ্ধান্ত । ছবি: বাসস

।। রোস্তম আলী মণ্ডল ।।

দিনাজপুর, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে আরও একটি কারখানা নির্মাণের সিদ্ধান্ত ’চূড়ান্ত হয়েছে।

রোববার দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিগগির নতুন কারখানা নির্মাণ কাজ শুরু হবে। বর্তমানে সি এল ডাব্লিউ ১-এর কার্যক্রম চলমান রয়েছে। একই আদলে সি এল ডাব্লিউ-২ নির্মাণ কাজ শুরু হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কারখানাটি নির্মাণের জন্য ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। কার্যক্রম অনেকটাই এগিয়ে গেছে। সম্ভবত আগামী ২০২৬ সালে কারখানা নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। সেই সঙ্গে বর্তমান কারখানাটির উন্নয়নে আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিগগির আধুনিকানের কাজ শুরুর সম্ভাবনা রয়েছে।

সূত্রটি জানায়, পার্বতীপুরের রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আবাসিক এলাকায় প্রায় ২৫ একর জায়গার উপর আরও একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মাণ করা হবে। এ জন্য গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রেলওয়ে মন্ত্রণালয়ের ৫ সদস্যের উচ্চ পর্যায়ের টিম পার্বতীপুর রেলওয়ে এলাকা পরিদর্শনে নতুন লোকমোটিভ কারখানার নির্মাণের জন্য স্থান চিহ্নিত করেছেন। এটি আগের কারখানার আদলেই নির্মিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, দুটি কারখানাতেই রেলওয়ে সংক্রান্ত একই ধরনের কাজ করা হবে।

অর্থাৎ লোকোমোটিভের জিওএইচ, বিশেষ মেরামত, রিলিফ ট্রেন মেরামতসহ বিভিন্ন ধরনের মেরামত ও প্রস্তুতের কাজ হবে। কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নতুন করে নির্মাণ করা হবে আধুনিক মানের ৩ টি বহুতল ভবন। সব মিলিয়ে এ কাজে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, বাংলাদেশ রেলওয়ের মিটারগেজ ও ব্রডগেজ মিলে লোকোমোটিভ (ইঞ্জিন) রয়েছে ৩০৬টি। এর মধ্যে প্রতিবছর ৫১টি করে লোকোমোটিভ ওভারহোলিং করা প্রয়োজন হয়। কিন্তু ওভারহোলিং করা হয় মাত্র ২১টি লোকোমোটিভের এবং তা পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় করা হয়।

নতুন কারখানাটি নির্মিত হলে ওভারহোলিংয়ের পরিমাণ দ্বিগুণের বেশি হবে। পাশাপাশি সব কাজেরই পরিমাণ বেড়ে যাবে। নতুন কারখানায় ৬৬৬ জনসহ মোট ৭৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রেলওয়ে সূত্রটি জানায়, রোববার রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) মোঃ রফিকুল ইসলাম পার্বতীপুর রেলওয়ে বিভাগের সংশ্লিষ্টদের জানান, পার্বতীপুর রেলওয়ে বিভাগে বিদ্যমান কারখানার আদলে আরও একটি কারখানা নির্মাণ করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন নির্মাণ কাজ বাস্তবায়ন করার বিষয়ে পরিকল্পনা কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ
কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর
৮০০ বছরের ঐতিহ্যের ধারক হবিগঞ্জের শংকরপাশা শাহী জামে মসজিদ
উত্তরে পানিবন্দী লাখো মানুষ, তিস্তাপাড়ে বোবা কান্না
জনশৃঙ্খলা রক্ষায় প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
সেনা প্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি
ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন করলেন সাভিনহো
শেরপুরে বিশ্ব শিশু দিবস পালিত
বগুড়ায় সাড়ে নয় লাখ শিশু টাইফয়েড টিকার আওতায় 
নড়াইলে আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট শুরু
১০