কুমিল্লা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): কুমিল্লা আদর্শ সদর উপজেলায় মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার নড়িয়া থানার গোলমাইজ গ্রামের মৃত নাছির মল্লিকের ছেলে শান্ত ইসলাম (৩২) এবং কুমিল্লা কোতোয়ালী থানার শরিফপুর গ্রামের মৃত আশরাফ মিয়ার ছেলে খোকন মিয়া (৪৫)।
আজ সোমবার দুপুরে তথ্য জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
র্যাব জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানের সময় একটি অটোরিকশা তল্লাশি করে ২০ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ করা হয়। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।