সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৭

চট্টগ্রাম, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় দিদারুল আলম চৌধুরী (৫৩) নামে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানী বলেন, গতকাল রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত দিদারুল আলম সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার বিষয়ে সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম জানান, রাতে পৌর সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল শিক্ষক দিদারুল আলমকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। 

এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানী বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনের পর নিহত শিক্ষকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের 
তুরস্ক বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় রয়েছে: আমীর খসরু
আগামীতে বজ্রপাতের তীব্রতা আরও বাড়বে: বিশেষজ্ঞের সতর্কতা
ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩
সিলেট নগরে ব্যাটারি রিকশার বদলে আসছে পরিবেশবান্ধব পরিবহন : এসএমপি কমিশনার
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৬ শতাংশে পৌঁছেছে
কাল্পনিক প্রতিষ্ঠানের নামে কোটি টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার ১
‘নিরাপত্তাজনিত’ কারণে তুরস্ক রবি উইলিয়ামসের কনসার্ট নিষিদ্ধ করেছে
শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে-জেলা প্রশাসক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার 
১০