টাঙ্গাইলে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস 

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৭:৪৭
চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস । ছবি : বাসস

টাঙ্গাইল, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের সখিপুরে নকীল বিলে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বহেড়াতৈল ইউনিয়নের প্রশাসক ওয়াশীম মিয়া, উপজেলা মৎস কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সখিপুর ইউএনও আব্দুল্লাহ আল রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নকীল বিলে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের 
তুরস্ক বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় রয়েছে: আমীর খসরু
আগামীতে বজ্রপাতের তীব্রতা আরও বাড়বে: বিশেষজ্ঞের সতর্কতা
ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩
সিলেট নগরে ব্যাটারি রিকশার বদলে আসছে পরিবেশবান্ধব পরিবহন : এসএমপি কমিশনার
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৬ শতাংশে পৌঁছেছে
কাল্পনিক প্রতিষ্ঠানের নামে কোটি টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার ১
‘নিরাপত্তাজনিত’ কারণে তুরস্ক রবি উইলিয়ামসের কনসার্ট নিষিদ্ধ করেছে
শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে-জেলা প্রশাসক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার 
১০