তুরস্ক সফর শেষে বিমান বাহিনী প্রধান দেশে ফিরেছেন

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৬
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি : আইএসপিআর

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তুরস্কে সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন। 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের এয়ার ফোর্স কমান্ডারের আমন্ত্রণে ১ থেকে ৫ অক্টোবর তুরস্ক সফর করেন। সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের এয়ার ফোর্স কমান্ডার, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। 

এছাড়াও, বিমান বাহিনী প্রধান তার্কিস এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। 

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে ১ অক্টোবর বুধবার ঢাকা ত্যাগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের 
তুরস্ক বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় রয়েছে: আমীর খসরু
আগামীতে বজ্রপাতের তীব্রতা আরও বাড়বে: বিশেষজ্ঞের সতর্কতা
ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩
সিলেট নগরে ব্যাটারি রিকশার বদলে আসছে পরিবেশবান্ধব পরিবহন : এসএমপি কমিশনার
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৬ শতাংশে পৌঁছেছে
কাল্পনিক প্রতিষ্ঠানের নামে কোটি টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার ১
‘নিরাপত্তাজনিত’ কারণে তুরস্ক রবি উইলিয়ামসের কনসার্ট নিষিদ্ধ করেছে
শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে-জেলা প্রশাসক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার 
১০