জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আলোচনার আহ্বান এবি পার্টির

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪০
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান এ আহ্বান জানান। ছবি: বাসস

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (রবিবার) : জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় স্পষ্টতা ও দায়িত্বশীল আলোচনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, সনদের বাস্তবায়ন নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা ও প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মত থাকলেও, তা যেন রাজনৈতিক জটিলতা সৃষ্টি না করে—সে বিষয়ে সবার সচেতন থাকা প্রয়োজন।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় এবং কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে এবি পার্টির নেতারা বক্তব্য দেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জুলাই সনদের মূল লক্ষ্য হলো একটি অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ও আইনি দিকগুলো সমন্বিতভাবে পর্যালোচনা করতে হবে।’

তিনি আরও জানান, জুলাই সনদকে সংবিধান আদেশের মাধ্যমে জারি, ১০৬ অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ এবং গণভোটের মাধ্যমে জনগণের সমর্থন যাচাইয়ের প্রস্তাব করা হয়েছে এবি পার্টির পক্ষ থেকে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, জুলাই সনদের বাস্তবায়ন কেবল আইনি নয় বরং রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন ও শাসনব্যবস্থার পুনর্গঠনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা ছাড়া কার্যকর বাস্তবায়ন সম্ভব নয়।’

ব্যারিস্টার সানী উল্লেখ করেন, সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার একটি আধুনিক কাঠামো তৈরি করা জরুরি।

কমিশনের বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গবেষক, সুশীল সমাজের সদস্য এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

বৈঠকে অংশগ্রহণকারীরা জুলাই সনদের প্রস্তাবিত ধারা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে নিজেদের মতামত জানান।

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (রবিবার) : জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় স্পষ্টতা ও দায়িত্বশীল আলোচনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, সনদের বাস্তবায়ন নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা ও প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মত থাকলেও, তা যেন রাজনৈতিক জটিলতা সৃষ্টি না করে—সে বিষয়ে সবার সচেতন থাকা প্রয়োজন।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় এবং কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে এবি পার্টির নেতারা বক্তব্য দেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জুলাই সনদের মূল লক্ষ্য হলো একটি অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ও আইনি দিকগুলো সমন্বিতভাবে পর্যালোচনা করতে হবে।’

তিনি আরও জানান, জুলাই সনদকে সংবিধান আদেশের মাধ্যমে জারি, ১০৬ অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ এবং গণভোটের মাধ্যমে জনগণের সমর্থন যাচাইয়ের প্রস্তাব করা হয়েছে এবি পার্টির পক্ষ থেকে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, জুলাই সনদের বাস্তবায়ন কেবল আইনি নয় বরং রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন ও শাসনব্যবস্থার পুনর্গঠনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা ছাড়া কার্যকর বাস্তবায়ন সম্ভব নয়।’

ব্যারিস্টার সানী উল্লেখ করেন, সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার একটি আধুনিক কাঠামো তৈরি করা জরুরি।

কমিশনের বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গবেষক, সুশীল সমাজের সদস্য এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

বৈঠকে অংশগ্রহণকারীরা জুলাই সনদের প্রস্তাবিত ধারা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে নিজেদের মতামত জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব বসতি দিবসে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও সভা
মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের
আফগানিস্তানে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের তদন্ত করার সিদ্ধান্ত নেবে ইউএনএইচআরসি
খুলনার রূপসায় সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ডুবি
বাউফলে ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ ও জরিমানা আদায়
সাতক্ষীরায় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে পৌঁছেছেন
নীলফামারীতে কমেছে তিস্তার ঢলের পানি
রাজবাড়িতে বিশ্ব বসতি দিবস পালিত
মাগুরায় বিশ্ব শিশু অধিকার সপ্তাহ পালিত
১০