ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : আফগানিস্তানে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের প্রমাণ সংগ্রহের জন্য তদন্ত করা হবে কিনা তা সোমবার জাতিসংঘের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) সিদ্ধান্ত নেবে।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ডেনমার্ক উত্থাপিত একটি খসড়া প্রস্তাব জেনেভা-ভিত্তিক কাউন্সিলে আলোচনা করা হবে।
জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত কাউন্সিলে তাদের ফলাফল রিপোর্ট করার জন্য নিযুক্ত একজন স্বাধীন বিশেষজ্ঞের কার্যভার সোমবার বার্ষিক নবায়নের জন্য প্রস্তুত করেছেন।
একজন ইইউ মুখপাত্র এএফপিকে বলেন, এই বছর, সাবধানী ও বিস্তৃত পরামর্শের পর, ইইউ একটি শক্তিশালী জবাবদিহিতার উপাদানসমৃদ্ধ একটি প্রস্তাব উত্থাপন করার সিদ্ধান্তে আফগানিস্তানের জন্য একটি স্বাধীন তদন্ত ব্যবস্থার প্রস্তাব করেছে।
প্রস্তাবিত প্রক্রিয়াটির মাধ্যমে আফগানিস্তানে দশকের পর দশক ধরে চলা বিচারহীনতার সমাধান করা হবে।
আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে, খসড়া প্রস্তাবে ‘আন্তর্জাতিক অপরাধ ও আন্তর্জাতিক আইনের সবচেয়ে গুরুতর লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ, একত্রিত, সংরক্ষণ এবং বিশ্লেষণ করার জন্য’ একটি চলমান স্বাধীন তদন্ত প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
এর পরিধিতে উল্লেখযোগ্যভাবে নারী ও মেয়েদের বিরুদ্ধে লঙ্ঘন ও নির্যাতন অন্তর্ভুক্ত করা হয়েছে।
এটি স্বাধীন ফৌজদারি মামলা পরিচালনার সুবিধার্থে ফাইলও প্রস্তুত করবে।
ইইউ মুখপাত্র বলেন, ‘ব্যবস্থাটি ভুক্তভোগীদের সাক্ষ্য ও গল্প সংরক্ষণ করতে সক্ষম হবে।
তালেবানরা ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে এবং কঠোর ইসলামী আইন প্রয়োগ করে।
চার বছর পরেও, তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায় থেকে মূলত বাদ পড়ে আছে। দেশটির দমনমূলক ব্যবস্থার বিশেষ করে নারীদের লক্ষ্য করে ব্যবস্থাগুলো আন্তর্জাতিকভাবে সমালোচিত।
খসড়া প্রস্তাবে ‘তালেবানদের বৈষম্য, বিচ্ছিন্নতা, আধিপত্য, মানবিক মর্যাদার প্রতি অসম্মান এবং নারী ও মেয়েদের বর্জনের ব্যবস্থার প্রাতিষ্ঠানিকীকরণের নিন্দা জানানো হয়েছে।’
জাতিসংঘ ও বেসরকারি সংস্থাগুলো আফগান নারীদের কাজ করার ওপর ‘তালেবান-আরোপিত নিষেধাজ্ঞার’ তীব্র নিন্দা জানায়।
জাতিসংঘের সর্বোচ্চ অধিকার সংস্থা, মানবাধিকার কাউন্সিল, ৪৭টি নির্বাচিত সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
আফগানিস্তানের খসড়া প্রস্তাবটি ইতোমধ্যেই ১৪ কাউন্সিল সদস্যের জনসমর্থন পেয়েছে।
পরিষদের তিনটি বার্ষিক নিয়মিত অধিবেশনের শেষটি ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং বুধবার শেষ হবে।