রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৩:৪২ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৬:৩৯
রাজবাড়িতে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। ছবি: বাসস

রাজবাড়ী, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ এ প্রতিপাদ্যে রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। 

রাজবাড়ী জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে আজ সোমবার রাজবাড়ী জেলা শহরে একটি শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় তিনি বলেন, “নগর পরিকল্পনা এখন শুধু মাত্র অবকাঠামো নয়, মানুষের জীবনযাত্রা ও পরিবেশের ভারসাম্যের সঙ্গে সম্পর্কিত। তাই টেকসই বসতি গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি।” বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর বাসস্থানের নিশ্চয়তা বিধান করা আমদের কর্মসূচির অন্যতম লক্ষ্য। দারিদ্রতা নিরসন করাও এ দিবসের কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে। সকলের জন্য সাশ্রয়ী মূল্যে গৃহায়ন ব্যাবস্থা বর্তমান সরকারের অন্যতম লক্ষ।

সভায় বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ -উল ুহাসান, অতিরিক্ত জেলা প্রশাসন (সাধারণ) শংকর কুমার বৈদ্য, রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো. জহিরুল ইসলাম, সাংবাদিক বিজয় টিভি এস. কে মামুন।

বক্তারা বলেন, দ্রুত নগরায়ণ ও অপরিকল্পিত আবাসন আজ আমাদের শহরের অন্যতম চ্যালেঞ্জ। জনসংখ্যার চাপ ও ভূমির অভাবে আবাসন সংকট দিন দিন প্রকট হচ্ছে। এ অবস্থা মোকাবিলায় পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং পরিবেশ বান্ধব নকশার ওপর গুরুত্ব দিতে হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ৩ পর্যটকের মৃত্যু; খালি করা হল হোটেল
আয়নাঘরে বন্দীদের নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : ফ্যাক্টওয়াচ
রাশিয়ার তেল শোধনাগারে হামলা 
হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল
মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে সংঘর্ষে পুলিশসহ আহত ১২০
গাজায় ফেরত আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ, মোট সংখ্যা ৩৩০
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
১০