রাজবাড়ী, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ এ প্রতিপাদ্যে রাজবাড়িতে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস।
রাজবাড়ী জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে আজ সোমবার রাজবাড়ী জেলা শহরে একটি শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় তিনি বলেন, “নগর পরিকল্পনা এখন শুধু মাত্র অবকাঠামো নয়, মানুষের জীবনযাত্রা ও পরিবেশের ভারসাম্যের সঙ্গে সম্পর্কিত। তাই টেকসই বসতি গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি।” বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর বাসস্থানের নিশ্চয়তা বিধান করা আমদের কর্মসূচির অন্যতম লক্ষ্য। দারিদ্রতা নিরসন করাও এ দিবসের কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে। সকলের জন্য সাশ্রয়ী মূল্যে গৃহায়ন ব্যাবস্থা বর্তমান সরকারের অন্যতম লক্ষ।
সভায় বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ -উল ুহাসান, অতিরিক্ত জেলা প্রশাসন (সাধারণ) শংকর কুমার বৈদ্য, রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো. জহিরুল ইসলাম, সাংবাদিক বিজয় টিভি এস. কে মামুন।
বক্তারা বলেন, দ্রুত নগরায়ণ ও অপরিকল্পিত আবাসন আজ আমাদের শহরের অন্যতম চ্যালেঞ্জ। জনসংখ্যার চাপ ও ভূমির অভাবে আবাসন সংকট দিন দিন প্রকট হচ্ছে। এ অবস্থা মোকাবিলায় পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং পরিবেশ বান্ধব নকশার ওপর গুরুত্ব দিতে হবে।